
মনপুরা-চরফ্যাশন-চট্টগ্রাম নৌ রুটে ফের চালু হচ্ছে বিলাশবহুল এমভি বারো আইউলিয়া ও কর্ণফুলী এক্সপ্রেস লঞ্চ দু’টি। বিষয়টি নিশ্চিৎ করেছেন বারো আউলিয়া লঞ্চের ম্যানেজার মোঃ সাইফুল ইসলাম।
ইতিপূর্বেও লঞ্চ দুটি এই রুটে মাস খানেক চলাচল করে। লঞ্চ সংকট ও সঠিক মৌসুমে চালু না করায় লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছিলো কর্তৃপক্ষ।
আগামী ২০ মার্চ থেকে বিলাশবহুল লঞ্চ দুটি ফের চালু হচ্ছে।
লঞ্চদুটি চট্টগ্রামের সদরঘাট থেকে প্রতিদিন সকাল ৮ টায় ছেড়ে এসে নোয়াখালী জেলার হাতিয়া উপজেলায় ঘাট দেবে। হাতিয়া থেকে ছেড়ে ভোলা জেলার মনপুরা উপজেলার ঢালচর ও রামনেওয়াজ লঞ্চঘাটে ঘাট দেবে। মনপুরা থেকে লালমোহন উপজেলার মঙ্গল শিকদার ঘাট দেবে। মঙ্গলশিকদার থেকে চরফ্যাসন উপজেলার বেতুয়া লঞ্চঘাটে ভিড়ে যাত্রাবিরতি দেবে।
একই নিয়মে প্রতিদিন একটি লঞ্চ চরফ্যাসনের বেতুয়া ঘাট থেকে সকাল ৮ টায় ছেড়ে যাবে। এবং একইভাবে সকল ঘাটে যাত্রী নামিয়ে চট্টগ্রামের সদরঘাটে গিয়ে পৌছাবে। এই রুটে লঞ্চ দুটি নিয়মিত চলাচল করবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এব্যাপারে বারো আউলিয়া লঞ্চের ম্যানেজার মোঃ সাইফুল ইসলাম বলেন, আগামী ২০ মার্চ থেকে উপকূলীয় যাত্রী সেবা চালু হতে যাচ্ছে! দুটি বিখ্যাত উপকূলীয় যাত্রীবাহী জাহাজ এমভি বারো আউলিয়া ও এমভি কর্ণফুলী এক্সপ্রেস চট্টগ্রাম থেকে বেতুয়া নৌ রুটে নিয়মিত চলাচল করবে। যা যাত্রীদের জন্য একটি আরামদায়ক ও নির্ভরযোগ্য ভ্রমণের অভিজ্ঞতা নিশ্চিত করবে। এবং নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।