
প্রকাশিত হয়েছে কবি সানাউল্লাহ সাগর’র দীর্ঘ কবিতার বই ‘পৃথিবী সমান দুরত্ব আমাদের’। এটি কবির প্রকাশিত অষ্টম কাব্যগ্রন্থ। বইটি প্রকাশিত হয়েছে ‘বাউন্ডুলে’ প্রকাশন থেকে। প্রচ্ছদ করেছেন তরুন প্রচ্ছদশিল্পি আল নোমান।
৪৮ পৃষ্ঠার বইটিতে ১০ টি দীর্ঘ কবিতা রয়েছে।সানাউল্লাহ সাগরের কবিতায় বিভিন্ন সময়ে বাঁক বদল, শব্দরে বৈচিত্রতা, পাঠন পঠনের গভীরতা, নানাবিধ এক্সপেরিমেন্ট লক্ষ্য করা যায় সবসময়। এবারের দীর্ঘ কবিতার বইটিতে কবি “ছড়িয়ে পড়া স্লোগানের মতো-নীরব মানুষের দীর্ঘশ্বাস, আরো আরো অভিমান, মৌনতা; বিচ্ছিন্নতাবোধ ফুটিয়ে তুলেছেন শব্দের ধারাবাহিক বুননে।”
এছাড়াও “নীরবতার ভাষা থেকে বেরিয়ে আসা সুতীব্র চিৎকার; একা হতে হতে লীন হয়ে যাওয়া! প্রবর অস্তিত্বের টানে ভেঙে ভেঙে অসংখ্য জোড়াতালি; ফিরে আসতে গিয়ে নিজের কাছে বিপন্ন বিস্ময়ে শুন্য স্মৃতির ব্যঞ্জনা ফুটে উঠেছে-পৃথিবী সমান দুরত্ব আমাদের কাব্যগ্রন্থে।”
আশা করি মনোজ্ঞ পাঠকের কাব্য পিপাসা মেটাতে সক্ষম হবে পৃথিবী সমান দুরত্ব আমাদের কাব্যগ্রন্থটি।
বইটি বইমেলার পূর্বে নভেম্বর মাসে প্রকাশিত হয়েছে।এখন বইটি ‘রকমারি’ ও ‘বাউন্ডুলে’র বিপনন কেন্দ্রে পাওয়া যাচ্ছে। এছাড়াও অমর একুশে বইমেলায় ‘বাউন্ডুল’ প্রকাশনের ৩১০ নম্বর স্টলে পাওয়া পাওয়া যাবে। ৪৮ পৃষ্ঠার বইয়ের দাম রাখা হয়েছে ১৫০ টাকা।