ঢাকাবৃহস্পতিবার , ৮ ফেব্রুয়ারি ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ
আজকের সর্বশেষ সবখবর

বইমেলায় এলো মোহাম্মদ জসিম’র পুথিগ্রন্থ ‘বশীকরণ মন্ত্র’

সাহিত্য ডেস্ক ।। দ্য স্টার নিউজ
ফেব্রুয়ারি ৮, ২০২৪ ৭:১৬ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

প্রকাশিত হয়েছে কবি মোহাম্মদ জসিম’র পুথিগ্রন্থ ‘বশীকরণ মন্ত্র’। আজ থেকে বইটি অমর একুশে গ্রন্থমেলায় পাওয়া যাচ্ছে। পুথি ও গীতিকাব্যধর্মি বইটি প্রকাশ করেছে প্রসিদ্ধ প্রকাশনা সংস্থা ‘বাউন্ডুলে’ প্রকাশন। প্রচ্ছদ করেছেন তরুন জনপ্রিয় প্রচ্ছদশিল্পি আল নোমান।

৬৪ পৃষ্ঠার বইটিতে ৩১ টি পুথিগান ও গীতিকাব্য রয়েছে।

পুথিগ্রন্থ ‘বশীকরণ মন্ত্র’ সম্পর্কে কবি মোহাম্মদ জসিম বলেন, “বইটির ব্যাপারে নতুন করে বলার কিছু নাই। যারা গীতিকাব্য ও পুথিগানে আগ্রহ রাখেন, যারা প্রেম ও ভাবের মানুষ, বইটি তাদের। মান্ধাতা আমলের পুথিছন্দেই পুরানা জামানার প্রেমের রীতিকেই নতুন করে লেখা। ছন্দরীতি পুরাতন হলেও, ভাষাভঙ্গি ও গঠন-প্রকরণে নতুনত্ব আনার চেষ্টা করেছি। দীর্ঘ পুথি পড়ার সময় সুযোগ ধৈর্য এই সময়ের পাঠকের আছে কিনা, সেটা ভিন্ন আলোচনা। আমি খুব ছোট্ট পরিসরে আটকানোর চেষ্টা করেছি প্রতিটি পুথিকে। আছে আধুনিক কাব্যরীতির বিন্যাসও।”

এছাড়া কবি আরও বলেন, ‘আমি প্রেমে বশ, তাই “বশীকরণ মন্ত্র” লিখি। এবার পাঠকের বশ হবার পালা…’

আশা করি পুথিপ্রিয় পাঠকের কাব্য পিপাসা মেটাতে সক্ষম হবে ‘বশীকরণ মন্ত্র’ পুথিগ্রন্থটি।

বইটি আজ থেকে অমর একুশে বইমেলায় ‘বাউন্ডুলে’র ৩১০ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে। ৬৪ পৃষ্ঠার বইয়ের দাম রাখা হয়েছে ২০০ টাকা।


সংবাদটি শেয়ার করুন....