ঢাকামঙ্গলবার , ২৪ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ

বাবা হারালেন পিয়া জান্নাতুল

বিনোদন ডেস্ক
জুন ২৪, ২০২৫ ৫:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুলের বাবা মাহমুদ হাসান চৌধুরী মারা গেছেন। আজ সন্ধ্যায় খুলনার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

অভিনেত্রী ভেরিফাইড ফেসবুক পেজ থেকে বিষয়টি জানানো হয়েছে। বাবার মৃত্যুর খবর পেয়ে জন্মস্থান খুলনার উদ্দেশ্যে রওনা হয়েছেন পিয়া।

জানা গেছে, খুলনার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন মাহমুদ হাসান চৌধুরী। গতকাল তার গলব্লাডারে অপারেশন হয়। আজ সন্ধ্যায় সেখানেই তিনি মৃত্যুবরণ করেন।

প্রসঙ্গত, ২০০৭ সালে মিস বাংলাদেশ প্রতিযোগিতায় বিজয়ী হন পিয়া। এরপর কর্মজীবন শুরু করেন র‌্যাম্প মডেলিংয়ের মাধ্যমে ২০০৮ সালে। ফ্যাশন মডেল হিসেবে পাশাপাশি একাধিক ব্র্যান্ডের টেলিভিশন বিজ্ঞাপনে কাজ করেছেন। ২০১২ সালে ‘চোরাবালি’ সিনেমা অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে তার অভিষেক ঘটে। অভিনয় ছাড়াও আইন পেশার সঙ্গেও যুক্ত আছেন তিনি।


সংবাদটি শেয়ার করুন....