ঢাকাশনিবার , ২৮ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ

আবারো মা হলেন ইলিয়ানা

বিনোদন ডেস্ক
জুন ২৮, ২০২৫ ৪:৪৮ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

দ্বিতীয় সন্তানের মা হয়েছেন ‘বারফি’ খ্যাত বলিউড অভিনেত্রী ইলিয়ানা ডি’ক্রুজ। তার কোলজুড়ে এসেছে একটি ছেলে সন্তান।
খবরটি সামাজিক যোগাযোমাধ্যমে নিজেই জানিয়েছেন তিনি।

ইনস্টাগ্রামে তার ছোট্ট সন্তানের একটি মিষ্টি ছবি দিয়ে খুশির খবরটি শেয়ার করেছেন। ইলিয়ানা ডি’ ক্রুজ এবং মাইকেল ডোলান দম্পতি তাদের ছেলের নাম রেখেছেন কিয়ানু রাফে ডোলান।

ছবিতে একটি একরঙা পোস্টকার্ড রয়েছে যেখানে কিয়ানু রাফে ডোলান আরামে ঘুমাচ্ছেন, একটি তোয়ালে জড়িয়ে। তিনি একটি সুন্দর টুপিও পরেছেন। ছবির টেক্সট লেআউটে লেখা আছে, ‘কিয়ানু রাফে ডোলানের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। জন্ম ১৯ জুন, ২০২৫। ’

ইলিয়ানা পোস্টটি স্বামী মাইকেল ডোলানকেও ট্যাগ করেছেন। তার সাইড নোটে লেখা, ‘আমাদের হৃদয় এত পূর্ণ। ’

এমন দারুণ খবরে ইলিয়ানাকে শুভেচ্ছা জানিয়ে প্রিয়াঙ্কা চোপড়া লেখেন, ‘অভিনন্দন সুন্দরী!’ বিদ্যা বালান লেখেন, ‘অভিনন্দন এবং ঈশ্বর তোমাদের মঙ্গল করুণ। ’

ইলিয়ানা ডি’ ক্রুজ এবং মাইকেল ডোলান ২০২৩ সালে বিয়ে করেন। একই বছরের এই অভিনেত্রী প্রথম গর্ভাবস্থার ঘোষণা দেন। ২০২৩ সালের আগস্টে ইলিয়ানা তার প্রথম সন্তান কোয়া ফিনিক্স ডোলানের জন্মের খবর জানান।

এদিকে ইলিয়ানা ডি’ক্রুজকে শেষ দেখা গিয়েছিল ২০২৪ সালে ‘দো অর দো পেয়ার’ সিনেমায়। শীর্ষা গুহ ঠাকুরতা পরিচালিত এই রোমান্টিক কমেডি সিনেমাতে আরও অভিনয় করেছিলেন বিদ্যা বালান, প্রতীক গান্ধী এবং সেন্ধিল রামমূর্তি।


সংবাদটি শেয়ার করুন....