
ভোলার মনপুরা সাপের কামড়ে ইউনুস ব্যাপারী (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
রবিবার রাত সাড়ে ১২টায় মনপুরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই বৃদ্ধার মৃত্যু হয় বলে জানান চিকিৎসক আশিকুর রহমান অনিক ।
২৯ জুন রাত ৯টার সময় উপজেলার ২নং হাজিরহাট ইউনিয়নের হাজীরচর গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, ইউনুস ব্যাপারী ইশার এর নামাজ আদায় করে নিজ ঘরের বিছানায় শুয়ে ছিলেন। হঠাৎ তার প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বাহির হওয়ে জুতা পায়ে দেওয়ার সময় সাপটি কামড় দিয়ে পালিয়ে যায়। তবে সাপটি কেউ দেখতে পায়নি। পরে পরিবারের লোকজন সাপটিকে খুজে পিটিয়ে মেরে পেলেন। পরে তাকে মনপুরা হাসপাতালে এনে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মনপুরা হাসপাতালের চিকিৎসক আবাসিক মেডিক্যাল অফিসার আশিকুর রহমান অনিক বলেন, ওই বৃদ্ধাকে সাপে কাটার পর স্বজনরা হাসপাতালে নিয়ে আসেন। তবে যে সাপটি কামড় দিয়েছে সেই সাপটি তেমন বিষাক্তা নয় । তবে তিনি আতংকি হয়ে মারা গেছেন ।