ঢাকাবুধবার , ৯ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ

প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের নবনিযুক্ত রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনলাইন ডেস্ক
জুলাই ৯, ২০২৫ ১:৩৭ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভুটানের নবনিযুক্ত রাষ্ট্রদূত ড্যাশো কার্মা হামু দর্জি। বুধবার (৯ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে ভুটানের নবনিযুক্ত রাষ্ট্রদূত বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানো, বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপন এবং জনগণের মধ্যে সম্পর্ক গভীর করার ওপর গুরুত্বারোপ করা হয়। বৈঠকে ভুটানকে বাংলাদেশের অবকাঠামোগত সুবিধা কাজে লাগানোর আহ্বান জানান প্রধান উপদেষ্টা।

এসময় ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিংয়ের শুভেচ্ছা বার্তা বাংলাদেশের প্রধান উপদেষ্টার কাছে পৌঁছে দেন রাষ্ট্রদূত দর্জি। তিনি বাংলাদেশের পক্ষ থেকে ভুটানকে বিভিন্ন সহযোগিতা বিশেষ করে চিকিৎসা শিক্ষায় এবং ভুটানের জন্য বাংলাদেশে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল (Special Economic Zone) গঠনে সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। রাষ্ট্রদূত জানান, ভুটান বাংলাদেশে তার সম্পৃক্ততা আরও গভীর করতে আগ্রহী।

অন্যদিকে, প্রধান উপদেষ্টা ড. ইউনূস বাংলাদেশের পক্ষ থেকে বর্তমান অবকাঠামোগত সুযোগ-সুবিধা কাজে লাগিয়ে ভুটানকে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সম্প্রসারণের আহ্বান জানান। তিনি বলেন, দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক দৃঢ় করার জন্য তরুণদের একে অপরের দেশে গিয়ে সংস্কৃতি ও সমাজ সম্পর্কে জানার সুযোগ তৈরি করা উচিত।
প্রধান উপদেষ্টা দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক (SAARC)-এর চেতনাকে ধরে রাখার গুরুত্বও তুলে ধরেন। তিনি রাষ্ট্রদূত দর্জিকে বাংলাদেশে স্বাগত জানান এবং তার দায়িত্বকালীন সময়ে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এছাড়াও প্রধান উপদেষ্টা তাকে সর্বত্মক সহোযোগিতার আশ্বাস দেন।


সংবাদটি শেয়ার করুন....