
সামজিক যোগাযোগমাধ্যমের পরিচিত মুখ রুবাইয়াত ফাতিমা তনি। নারী উদ্যোক্তা ও ফ্যাশন ইনফ্লুয়েন্সার হিসেবে অল্প সময়েই তৈরি করেছেন বিশাল অনুসারীভিত্তি। মূলত শাড়ি ও ফ্যাশনপণ্যের ব্যবসা নিয়েই তার ব্যস্ততা। জনপ্রিয় এই ইনফ্লুয়েন্সার মনে করেন, দেশের নারীরা তাকে ভালোবাসেন এবং এক ধরনের অনুপ্রেরণা হিসেবেই দেখেন।শোবিজ অঙ্গনের সঙ্গেও তনির সম্পর্ক নতুন নয়। ঢালিউডের দুই জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলীর সঙ্গেও তার রয়েছে ভালো যোগাযোগ। তবে এই দুই নায়িকার পুরনো দ্বন্দ্বের কারণে তনিকে ঘিরেও তৈরি হয়েছে নানা গুঞ্জন। বিশেষ করে অপু ও বুবলীর সঙ্গে তার সম্পর্ক নিয়ে নানা রকম আলোচনা হয়েছে নেট দুনিয়ায়।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তনি স্পষ্ট করে বলেছেন, বুবলীর সঙ্গে তার কোনো ব্যক্তিগত বিরোধ নেই। শপিং মলে একবার দেখা হলে সৌজন্যমূলকভাবে দু’জনেই একে অপরকে শুভেচ্ছা জানিয়েছেন বলে জানান তিনি।
তনি বলেন, ‘বুবলী আপুর সঙ্গে আমার খারাপ কোনো সম্পর্ক নেই। তিনি আমাদের পাশের একটি শোরুমে এসেছিলেন, তখন আমার সঙ্গে দেখা হয়। উনি আমাকে দেখে কথা বলেন, আমিও ওনাকে দেখে কথা বলি। এটা তো ভদ্রতা, আন্তরিকতা। আর ব্যক্তিগতভাবে আমার তার সঙ্গে কোনো সমস্যা নেই। অপুদি যেমন আমাকে বোন ডাকে, তার সঙ্গে আমার ঘনিষ্ঠতা থাকলেই বুবলীর সঙ্গে কথা বলব না— ব্যাপারটা মোটেই এমন নয়।’
তনি আরও বলেন, ‘অপুদি একবার আমার শোরুমে বোরকা পরে এসেছিলেন। তারপরও কিছু মানুষ সেটি নিয়ে রিউমার ছড়িয়েছে। অনেকে বলেছে, আমি আমার জন্মদিনে অপুকে নিয়ে সেলিব্রেট করেছি, বুবলীকে করিনি— এইসব হাবিজাবি নিয়ে ভিডিও বানানো হয়েছে, সংবাদ হয়েছে।’
তনির সঙ্গে আরও এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বারিশা হকের দ্বন্দ্বও বছর শুরুর দিকে বেশ আলোচনায় ছিল। তখন এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছিলেন বুবলী। তিনি বলেছিলেন, ‘কেউ যেন পেছন থেকে উসকানি না দেন। তনির সঙ্গে আমার কখনো দেখা হয়নি, পরিচয়ও নেই। তবে তনি কিংবা বারিশা—সবাই পরিশ্রমী মানুষ।’
সব মিলিয়ে তনি জানিয়ে দিলেন, কারও সঙ্গে সম্পর্ক থাকা মানেই অন্য কাউকে এড়িয়ে চলা নয়। বরং সৌজন্য ও পেশাদার সম্পর্কই তার কাছে গুরুত্বপূর্ণ।