ঢাকাশুক্রবার , ১১ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ

বর্তমানে আমার জীবনে বিশেষ কেউ নেই : আনুশকা

বিনোদন ডেস্ক
জুলাই ১১, ২০২৫ ১:২৯ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

‘বাহুবলী’ সিনেমায় দেবসেনা চরিত্রে জনপ্রিয়তা পেয়েছেন দক্ষিণী অভিনেত্রী আনুশকা শেঠি। বর্তমানে তিনি ব্যস্ত তার পরবর্তী ছবি ‘ঘাটি’র মুক্তি নিয়ে। এর মাঝেই ফের শোনা যাচ্ছে তার বিয়ে নিয়ে নানা গুঞ্জন। তবে এবার এসব জল্পনার মাঝেই আনুশকা মুখ খুললেন নিজের প্রথম প্রেম নিয়ে।

এক সাক্ষাৎকারে আনুশকা বলেন, ‘প্রথম প্রেম এতটাই মূল্যবান যে ৩০০ বছর পেরিয়ে গেলেও সেটি মনের মধ্যে থেকে যায়। আমি তখন ষষ্ঠ শ্রেণিতে পড়ি। হঠাৎ এক বালক আমার কাছে এসে বলেছিল, ‘তুমি আমার জীবনের ভালোবাসা’।’

তিনি জানান, ‘তখন আমি ‘আই লাভ ইউ’ কথাটার মানে বুঝতাম না।
তবু ওর কথা শুনে মুচকি হেসেছিলাম। আজও সেই মুহূর্তটা একেবারে তাজা মনে পড়ে।’

টাইমস নাউ-এর এক প্রতিবেদন অনুযায়ী, আনুশকা জানিয়েছেন বর্তমানে তার জীবনে কেউ বিশেষ কেউ নেই। তবে তার বাবা-মা নাকি বিয়ের জন্য অনেক চেষ্টা করছেন।

আনুশকা অভিনীত নতুন ছবি ‘ঘাটি’ এক নারীর জীবনঘনিষ্ঠ গল্প। সেই নারী বাধ্য হয়ে গাঁজা পাচারের জগতে জড়িয়ে পড়েন এবং পরিণত হন এক কিংবদন্তিতে। ছবিটি ১১ জুলাই ২০২৫ মুক্তি পাওয়ার কথা থাকলেও সাম্প্রতিক তথ্য অনুযায়ী মুক্তির তারিখ পিছিয়ে গেছে। নতুন তারিখ এখনও ঘোষণা হয়নি।

এছাড়া শোনা যাচ্ছে, তিনি কার্তির সঙ্গে আবারও জুটি বাঁধতে পারেন লোকেশ কানাগারাজ পরিচালিত ‘কাইথি ২’ ছবিতে।
সূত্র বলছে, আনুশকা হয়তো অভিনয় করতে পারেন দিল্লির স্ত্রীর চরিত্রে।

আরও একটি বড় খবর হলো, আনুশকা শেঠি এবার মালয়ালম সিনেমায় পা রাখছেন। তাকে দেখা যাবে জয়াসূর্য অভিনীত ‘কাঠানার : দ্য ওয়াইল্ড সোর্সেরার’ ছবিতে।


সংবাদটি শেয়ার করুন....