
ভোলার মনপুরায় কোস্ট ফাউন্ডেশন’র ‘চর’ (CHAR) প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে। মনপুরা কোস্ট ফাউন্ডেশনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার (১৫ জুলাই) উপজেলার পরিষদ হল রুমে এই সমাপনী সভা অনুষ্ঠিত হয়।
প্রকল্পের সহকারি পরিচালক রাশিদা বেগম’র সঞ্চালনায় সমাপনী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলার নির্বাহী অফিসার মোঃ ফজলে রাব্বি।
স্টার্ট ফান্ড বাংলাদেশ এর সহযোগিতায় Collective Humanitarian Assistance in Remote (CHAR)Response project এ প্রকল্প বাস্তবায়ন করে কোস্ট ফাউন্ডেশন।
সভায় প্রকল্প সমন্বয়কারি জানান, এই চর (CHAR) প্রকল্পের অধীনে মনপুরা উপজেলার দক্ষিন সাকুচিয়া ইউনিয়ন ও বিচ্ছিন্ন কলাতলীর চর ইউনিয়নে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ১৩০ টি পরিবারকে ঘর নির্মানের জন্য ৬০৯০ টাকা করে আর্থিক সহয়তা দেয়া হয়। এছাড়াও ১০৫ পরিবার গবাদী পশুর খাদ্য, কাঠের ব্রীজ নির্মান ও ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতে অনুদান প্রদান করা হয় এ প্রকল্পের মাধ্যমে।
তিনি আরও জানান, প্রকল্পটির অর্থিক ব্যয় পরিকল্পনার মেয়াদ এ মাসে শেষ হলেও প্রকল্পটি চলমান থাকবে।
সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ গিয়াস উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ফজলুর রহমান, জনস্বাস্থ্য কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম, মনপুরা প্রেসক্লাব সাধাররন সম্পাদক সীমান্ত হেলাল প্রমূখ।
এসময় প্রকল্পের সুবিধভোগী ও বিভিন্ন দপ্তরের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
