ঢাকাবুধবার , ১৬ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ

চীন সফর শেষে দেশে ফিরেছেন জামায়াত আমির

অনলাইন ডেস্ক
জুলাই ১৬, ২০২৫ ৪:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

চীন সরকারের আমন্ত্রণে পাঁচদিনের সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তার নেতৃত্বে ৮ সদস্যের একটি প্রতিনিধি দল ১১ জুলাই চীনে রওয়ানা হয়ে ১৫ জুলাই মঙ্গলবার রাতে দেশে ফেরেন।
মঙ্গলবার (১৫ জুলাই) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে ঢাকাস্থ চীনা দূতাবাসের রাষ্ট্রদূত মি. ইয়াও ওয়েন-এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল ডা. শফিকুর রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
বিমানবন্দরে এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান দ্বিপাক্ষিক সম্পর্ক, পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার বিষয়ে বক্তব্য রাখেন।
এ সময়, জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাছুম, মাওলানা রফিকুল ইসলাম খান, অ্যাডভোকেট মোয়াযযম হোসাইন হেলাল, এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মো. সাহাবুদ্দিন, ঢাকা মহানগরী উত্তরের আমির মো. সেলিম উদ্দিন এবং ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
সফরকালে প্রতিনিধি দল চীনের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতাদের সঙ্গে মতবিনিময় করেন এবং উভয় দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।


সংবাদটি শেয়ার করুন....