ঢাকাসোমবার , ২১ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ

আগামী তিনদিন দেশে বৃষ্টিপাত কম হতে পারে

অনলাইন ডেস্ক
জুলাই ২১, ২০২৫ ৭:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

মৌসুমি বায়ুর সক্রিয়তা কমে যাওয়ায় সারাদেশে বৃষ্টিপাত কমেছে। ঢাকায় গত দুদিন ধরে ছিটাফোঁটা বৃষ্টি হচ্ছ। আগামী তিনদিন দেশে বৃষ্টিপাত কম হতে পারে।

আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।আবহাওয়া অফিস বলছে, ২৪ জুলাই লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। এটি সৃষ্টি হলে সারাদেশে বৃষ্টিপাত বাড়তে পারে। এ সময় উপকূলে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সোমবার (২১ জুলাই) আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, আজ রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।সেই সঙ্গে ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এ সময় সারাদেশের দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়াবিদ একেএম নাজমুল হক জাগো নিউজকে বলেন, খুলনা, রাজশাহী ও ঢাকা অঞ্চলে বৃষ্টি অনেকটা কমে গেছে। অন্যান্য জায়গায় ও বিচ্ছিন্নভাবে বৃষ্টি হচ্ছে। লঘুচাপের পর বৃষ্টি বেড়ে যাবে।


সংবাদটি শেয়ার করুন....