ঢাকাসোমবার , ৪ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ

নৌকার সঙ্গে সংঘর্ষে তিমির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
আগস্ট ৪, ২০২৫ ৪:৫৪ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

যুক্তরাষ্ট্রের নিউ জার্সি উপকূলে একটি ছোট নৌকার সঙ্গে সংঘর্ষের একটি মিনকে তিমির মৃত্যু হয়েছে। এ সময় নৌকাটি প্রায় উল্টে যাওয়ার উপক্রম হলে, একজন যাত্রী পানিতে পড়ে যায়। পরে মৃত তিমিটি অগভীর পানির একটি বালুতটে ভেসে উঠে। এনডিটিভির একটি প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

এনবিসি নিউজের বরাত দিয়ে প্রতিবেদনটিতে বলা হয়েছে, মোটরচালিত নৌকার সঙ্গে প্রায় ২০ ফুট লম্বা একটি মিনকে তিমির সংঘর্ষের ঘটনাটি শনিবার বারনেগাট বে-তে স্থানীয় সময় দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে ঘটে। একটি ভিডিওতে দেখা যায়, সংঘর্ষের সময় নৌকাটি প্রচণ্ডভাবে দুলছিল, আর পানিতে পড়ে যাওয়া যাত্রীটি জলের মধ্যে ভেসে থেকে কোনোরকমে নৌকার পাশে পৌঁছান। ওই যাত্রীর কোনো বড় ধরনের আঘাত লাগেনি। তবে তিমিটিকে পরে মৃত অবস্থায় পাওয়া যায়।

মেরিন ম্যামাল স্ট্র্যান্ডিং সেন্টার জানিয়েছে, জোয়ারের কারণে তারা তিমিটির কাছাকাছি যেতে পারেনি—তারা সর্বোচ্চ ৩০ গজ দূর থেকেই পর্যবেক্ষণ করেছে। ফেসবুকে প্রকাশিত এক বিবৃতিতে তারা বলেছে, ‘বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে একজন নৌযাত্রী জানান, একটি নৌকা তিমির সঙ্গে ধাক্কা খায়, এতে নৌকাটি প্রায় উল্টে যায় ও একজন যাত্রী পানিতে পড়ে যান। ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সি টো নামের উদ্ধারকারী দল জানায়, তিমিটি মারা গেছে।’

তিমিটির মৃত্যুর কারণ নিশ্চিত করতে সোমবার ময়নাতদন্ত করতে এটিকে একটি পার্কে টেনে নিয়ে যাওয়া হবে।

সেন্টারটি আরো জানিয়েছে, ওই অঞ্চলে চলাচলরত নৌযাত্রীদের জন্য সতর্কতা জারি করা হয়েছে ও তিমিটির মৃতদেহ থেকে অন্তত ১৫০ ফুট দূরে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

সবচেয়ে ছোট বেলিন তিমির মধ্যে একটি মিনকে তিমি দৈর্ঘ্যে ৩৫ ফুট পর্যন্ত ও ওজনে ১০ টন পর্যন্ত হয়ে থাকে। এরা তাদের কৌতূহলের জন্য পরিচিত এবং মেরু থেকে গ্রীষ্মমণ্ডলীয় পানি পর্যন্ত বিশ্বব্যাপী মহাসাগরে পাওয়া যায়। মিনকে তিমি ছোট মাছ, প্লাঙ্কটন ও ক্রিল খায় এবং এদেরকে প্রায়শই একা বা ছোট দলে সাঁতার কাটতে দেখা যায়। এরা যোগাযোগের জন্য তাদের ব্যবহৃত স্বতন্ত্র কম-ফ্রিকোয়েন্সি শব্দের জন্যও পরিচিত।

প্রতিবেদনটিতে আরো বলা হয়েছে, কিছু কিছু অঞ্চলে এটি শিকার করা হলেও, বর্তমানে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইইউসিএন) মিনকে তিমিকে কম ঝুঁকিপূর্ণ প্রজাতি হিসেবে তালিকাভুক্ত করেছে।


সংবাদটি শেয়ার করুন....