ঢাকাশুক্রবার , ১৫ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ

কাজটি প্রথম অভিজ্ঞতা হলেও শেষবার নয়: নাবিলা

বিনোদন ডেস্ক
আগস্ট ১৫, ২০২৫ ৩:১৮ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

উপস্থাপনা, নাটকে অভিনয়ের অভিজ্ঞতা কাজে লাগিয়ে একটা সময় বড় পর্দায় অভিষেক মাসুমা রহমান নাবিলার। প্রথম সিনেমা ‘আয়নাবাজি’ মুক্তির পর তাঁকে ঘিরে চলে আলোচনা। পরিচিতি পান আয়নাবাজির নাবিলা হিসেবে। দর্শকরা তাঁকে এখন অবধি এ নামেই চেনেন। এরপর একাধিক সিনেমায় অভিনয় করলেও গেল বছর ‘তুফান’ ঘিরে সবচেয়ে বেশি আলোচিত হন। এ সিনেমায় দেশের চলচ্চিত্রের সবচেয়ে বড় তারকা শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন নাবিলা।

‘তুফান’ সিনেমার সময়ই জানা যায়, আরেকটি চলচ্চিত্রের শুটিং শেষ করেছেন নাবিলা। ছবিটির নাম ‘বনলতা সেন’। মাসুদ হাসান উজ্জ্বল পরিচালিত চলচ্চিত্রটির কেন্দ্রীয় চরিত্রই তিনি। তবে শুরুতে তাঁকে অন্য একটি চরিত্রের প্রস্তাব দেওয়া হয়েছিল। নাবিলা বলেন, ‘শুরুতে শুধু ওই চরিত্রের সারসংক্ষেপ দেওয়া হয়। আমি বলেছিলাম, পুরো স্ক্রিপ্ট দেওয়া যায় কিনা। তাহলে বুঝতাম, আমার চরিত্রের উপস্থাপনটা কী রকম বা কী। তারপর পুরো চিত্রনাট্য পড়ার পর আমি তো মুগ্ধ। মনে হচ্ছে, বাহ্, এটা কী লিখল! পুরো গল্পটা চোখের সামনে ভেসে উঠল। যা-ই হোক, আমাকে যে চরিত্রের কথা বলেছে, বিরতির পর ওই ধরনের চরিত্র দিয়ে ফিরতে চাইছিলাম না। ওনাকে সুন্দর করে বললাম, এই চরিত্রটা আমি এখন করতে চাইছি না। তবে আপনি যদি আমাকে বনলতা সেন বলতেন, তাহলে এককথায় রাজি হয়ে যেতাম (হাসি)। অনেক দিন পর তিনি আমাকে ডাকলেন। অডিশন নিলেন তিনবার।’

শুটিংয়ের অভিজ্ঞতা দারুণ জানিয়ে বললেন, ‘উজ্জ্বল ভাই তো অনেক বড় ক্যানভাসে কাজ করেন। তাঁর সিনেমা হচ্ছে কবিতার মতো। এত সুন্দর করে বানান, যাতে তাঁর মেধা, রুচি ও জানাটা দারুণভাবে প্রতিফলিত হয়।’ সিনেমাটির খবরের রেশ কাটতে না কাটতেই নতুন কাজ নিয়ে সামনে এলেন নাবিলা। নাহ, এবার আর সিনেমা নয়। ওটিটির সিরিজ। আগামী সেপ্টেম্বরে ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে আসছে নতুন ধাঁচের থ্রিলার ‘আকা’। এটি নির্মাণ করেছেন ভিকি জাহেদ। এই থ্রিলারের মাধ্যমেই প্রথমবারের মতো ওয়েব সিরিজের জগতে প্রবেশ করলেন অভিনেত্রী নাবিলা। তাঁর সঙ্গে আরও থাকছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। সিরিজটির মাধ্যমে প্রায় ৩ বছর পর ওটিটি প্ল্যাটফর্মে আসছেন নিশো। পরিচালক ভিকির নির্মাণ ও নিশোর সঙ্গে নতুন প্ল্যাটফর্মে নতুন ধরনের অভিজ্ঞতা। সব মিলিয়ে আকা নাবিলার জন্য ব্যতিক্রমী এক অভিজ্ঞতা বলেই জানালেন।

অভিনেত্রীর ভাষ্য, ‘আমার জন্য এই সিরিজ খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ। আমার প্রথম সিরিজ হিসেবে এই কাজটা করে আমি খুবই আনন্দিত। ভিকি দারুণ একজন নির্মাতা। আর নিশো ভাইকে নিয়ে নতুন করে কিছু বলার নেই। তাঁকে নিয়ে সবাই জানেন। আমি সত্যিই আশা করব, দর্শকরা শুধু আমার চরিত্রটাই নয়, আকা সিরিজের গল্প, আবহ ও নির্মাণকে পছন্দ করবেন।’ ক্যারিয়ারের শুরু থেকে বেশ বাছ-বিচার করে সিনেমার কাজ করেন নাবিলা। তাই তাঁর কাজ নিয়ে দর্শকদের কখনও হতাশ হতে হয়নি। অভিনেত্রীর বিশ্বাস আকাতেও হতাশ হবেন না।

এটি ক্যারিয়ারের প্রথম ওটিটি সিরিজ হলেও শেষবার নয় বলেই জানালেন নাবিলা। বললেন, আমি বেশ ভেবে চিন্তেই কাজ করি। উপস্থাপনা, নাটকে অভিনয়ের পর সিনেমা করেছি। আয়নাবাজির পর কিন্তু বেশ সময় নিয়েই পরের সিনেমা করেছি। এবার প্রথম করলাম ওটিটি সিরিজ। তবে এটি আমার প্রথম কাজ হলেও শেষবার নয়। ভালো গল্পের সঙ্গে আগামীতেও সবসময় পাওয়া যাবে আমাকে। সৌদি আরবে বড় হয়েছেন নাবিলা। ২০০০ সালে জেদ্দা থেকে স্থায়ীভাবে ঢাকায় চলে আসেন। ২০০৬-এ বাংলাভিশনে ‘এবং ক্লাসের বাইরে’ নামে একটি স্কুল ম্যাগাজিন অনুষ্ঠানে উপস্থাপনার মধ্য দিয়ে মিডিয়া জগতে নাবিলার পথচলা শুরু।

এরপর আর থামেননি। সে সময় রেডিও জকি হিসেবেও কাজ করেছেন। নাবিলার মডেলিংয়ে আত্মপ্রকাশ ঘটে ২০০৬ সালে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত শার্প ব্লেডের বিজ্ঞাপনের মাধ্যমে। এরপর বহু পণ্যের মডেল হয়েছেন। অভিনয় করেছেন নাটকেও। ‘আয়নাবাজি মুক্তির চার বছর পর তাঁকে দেখা যায় দ্বিতীয় চলচ্চিত্রে। ‘১৯৭৫: অ্যান আনটোল্ড স্টোরি’ নামে একটি ছবিতেও অভিনয় করেন।


সংবাদটি শেয়ার করুন....