ঢাকাশনিবার , ১৬ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ

এবার এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

অনলাইন ডেস্ক
আগস্ট ১৬, ২০২৫ ৫:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরের পর এবার বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৫ আগস্ট) রাত পৌনে ১১টা ৫০ মিনিটের দিকে রূপায়ন টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে।
এ ভবনেই রয়েছে এনসিপির কেন্দ্রিয় কার্যালয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে করে তিনজন এসে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এ সময় বাংলামোটর মোড়ে দায়িত্বরত পুলিশ সদস্যরা ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন রমনা থানার ডিউটি অফিসার অরূপ তালুকদার। তিনি বাংলানিউজকে বলেন, আমরা ৪০ মিনিট আগে ককটেল বিস্ফোরণের তথ্য পেয়েছি। আমাদের টিম সেখানে আছে। এর বেশি আপাতত তথ্য নেই।

এর আগে রাত ১০টার দিকে ধানমন্ডি ৩২ সংলগ্ন রাসেল স্কয়ারে বাস কাউন্টারগুলোর সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে কলাবাগান থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিস্ফোরণের আলামত নিয়ে যায়।

শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীকে ঘিরে বৃহস্পতিবার (১৪ আগস্ট) সন্ধ্যার পর থেকে ধানমন্ডি ৩২ নম্বরে উত্তেজনা বিরাজ করতে দেখা যায়। সেখানে ওইদিন রাতে ও পরদিন শুক্রবার সারাদিন শেখ মুজিবকে শ্রদ্ধা জানাতে আসা অনেকে স্থানীয় বিভিন্ন নেতাকর্মীদের হাতে হেনস্তার শিকার হন।


সংবাদটি শেয়ার করুন....