
স্টাফরিপোর্টার: আকর্ষণীয় ও লোভনীয় বিজ্ঞাপনের মাধ্যমে জনগণকে আকৃষ্ট করে কোটি টাকা হাতিয়ে নিচ্ছে সরকারী পোস্টাল সার্ভিসের কতিপয় অসাধু কর্মকর্তা। “স্পিড পোস্ট”তারই একটি অন্যতম মাধ্যম। এটি একটি মরণফাঁদ, যে ফাঁদে আটকে র্সবশান্ত হচ্ছে ক্ষুদ্র ব্যবসায়ী গণ। মিথ্যা মামলা ও ক্রশ ফায়ারের ভয়ে আতঙ্কিত কোনো কোনো ব্যবসায়ী জীবন বাঁচানোর তাগিদে বাধ্য হয়ে দেশ ছেড়ে পালাচ্ছে।
মোঃ হুসনাইন নামে এক ভুক্তভোগীর বিবরণে প্রকাশ, গত ২৪শে আগস্ট ২০২৩ইং খিলগাঁও পোস্টাল সার্ভিস থেকে “স্পীড পোস্ট” ডেলিভারীর মাধ্যমে ২ টন মালামাল (সবজি আর ফল) চট্টগ্রামের ব্যবসায়ী জনাব মোঃ নাজমুল হোসেন বরাবর চট্টগ্রামের উদ্দেশ্যে বুকিং দেয়। কিন্তু পথিমধ্যে ডেলিভারী ভ্যান ছিনতাই হয় ও ১ লক্ষ টাকা চাঁদা দাবী করা হয়। মোঃ হুসনাইন টাকা দিতে অস্বীকার করায় তাকে বলা হয়, ছাত্রলীগ নেতা রেজাউল হক রুবলেরে নেতৃত্বে এই দল সরাসরি কাজ করছে মোস্তফা জব্বার, মিনিস্টার, পোস্ট টেলিকমিউনিকেশন ও ইনফরমেশন টেকনোলজী এবং শুধাংশু শেখর ভাদ্র, ডাইরেক্টর জেনারেল, পোস্টাল সার্ভিসের তত্ত্বাবধানে।
মোঃ হুসনাইনের ব্যবসায়িক পার্টনারে যে মুহুর্ত থেকে ড্রাইভারের সাথে যোগাযোগ করার চষ্টো করে সে মুর্হূত থেকে ছাত্রলীগ ক্যাডার দল ড্রাইভারের সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। সেই দিনই ২৪ আগষ্ট রাত-৯:০০ টায় খিলগাঁও পুলিশ স্টেশনে জিডি করতে গেলে তা নিতে অস্বীকার করে বলে মোঃ হুসনাইন দাবী করেন। উপরোন্ত জোর করে মোঃ হুসনাইনকে পোস্ট অফিস থেকে সিকিউরিটি গার্ডের মাধ্যমে বেরকরে দেয়া হয়। আমাদের সংবাদদাতা এ ব্যাপারে খিলগাঁও পোস্টাল সার্ভিসে ২৫শে আগস্ট যোগাযোগ করলে সেখান থেকে কোন সদুত্তর পাওয়া যায়নি। মোঃ হুসনাইন ধারণা করেন পোস্টাল অফিসের কিছু অসাধু কর্মকর্তাও ছাত্রলীগ ক্যাডার, পুলিশের যোগসাজশে দিনের পর দিন ধরে এই অন্যায় কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। পুলিশ ও ক্যাডারের ভয়ে কেউ অভিযোগ করেনা। যারা গণমাধ্যম, ডিবি অথবা র্যা বের শরণাপন্ন হয়, তাদের অনেককেই ক্রস ফায়ারে প্রাণ দিতে হচ্ছে এবং সেই সাথে অনেককে কিডন্যাপিং অথবা গুম হয়ে যাচ্ছে। “স্পীড পোস্ট”এর এই মরণফাঁদে আরো কত জন ভিকটিম হবে, তাদের পরিণতি কি হবে কেউ জানেনা।
এ ব্যাপারে গত ২৮শে আগস্ট ২০২৩ ডিবি অফিসের ডেপুটি কমিশনার জনাব মাশরুকুর রহমানের নিকট একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়। জনাব মাশরুকুর রহমান আশ্বাস দেন, তিনি সাধ্য মত চেষ্টা করবেন দুস্কৃতিকারীদের অনুসন্ধান করে, তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে। তিনি বলেন সরকারী ব্যবস্থাপনায় পরিচালিত পোস্টাল সার্ভিসকে যারা নিজেদের স্বার্থে ব্যবহার করে দেশ ও জনগণকে ক্ষতিগ্রস্ত করছে তিনি তাদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করবেন। এই রিপোর্ট প্রকাশ হওয়া র্পযন্ত ডেলিভারী ভ্যান সহ ড্রাইভারের কোন হদিস পাওয়া যায়নি।