ঢাকামঙ্গলবার , ২ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ
আজকের সর্বশেষ সবখবর

রোমান্টিক রিলে মেতে উঠলেন শাহরুখ-রানি, বিশেষ বার্তাও দিলেন কিং খান

আন্তর্জাতিক ডেস্ক
সেপ্টেম্বর ২, ২০২৫ ৫:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

বলিউডে একসঙ্গে বহু হিট ছবিতে অভিনয় করেছেন শাহরুখ খান ও রানি মুখার্জি। ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘চালতে চালতে’, ‘কভি আলবিদা না কেহনা’, ‘বীর জারা’, ‘হে রাম’- প্রতিটি ছবিতেই তাঁদের জুটি দর্শকের মনে গেঁথে আছে। এবার সেই জুটিকেই আবারও নতুনভাবে আবিষ্কার করলেন ভক্তরা।

শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খানের পরিচালনায় প্রথম সিনেমার গান ‘পেহলি তু আখেরি’ রোমান্টিক এক রিলে মেতে উঠলেন কিং খান ও রানি। শাহরুখ নিজেই ভিডিওটি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে।

ভিডিওতে দেখা গেছে, হাতে স্লিং থাকা সত্ত্বেও শাহরুখ দারুণভাবে নেচেছেন গানের তালে। পাশে সাদা শার্ট ও নীল ডেনিমে রানি মুখার্জি তাঁর সঙ্গে মিলিয়েছেন পা।
তবে পোস্টটির আসল আকর্ষণ ছিল কিং খানের লেখা ক্যাপশন। নিজস্ব ভঙ্গিতে ক্যাপশনে তিনি লিখেছেন, “ন্যাশনাল অ্যাওয়ার্ড… আর আমাদের দুজনের অপূর্ণ ইচ্ছে পূরণ। ইয়াহ! অভিনন্দন রানি, তুমি রানি তো বটেই, আর তোমায় আমি সবসময় ভালোবাসব।”

শাহরুখ খানের কথাগুলো ভক্তদের মন ছুঁয়ে গেছে। কারণ, চলতি বছরই প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন শাহরুখ খান- ‘জাওয়ান’ সিনেমার জন্য সেরা অভিনেতার খেতাব পান তিনি। একই সঙ্গে সেরা অভিনেত্রীর পুরস্কার উঠেছে রানি মুখার্জির হাতে- ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবির জন্য।

শাহরুখ-রানির এই রিল দেখে কেউ লিখেছেন, “প্যারালাল ইউনিভার্সে রাহুল আর টিনা।” আবার আরেক ভক্ত মন্তব্য করেছেন, “রাহুল আর টিনার কামব্যাক।”


সংবাদটি শেয়ার করুন....