ঢাকামঙ্গলবার , ২ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ
আজকের সর্বশেষ সবখবর

মা হারানোর কষ্টও দেশের কাছে বিনোদন হয়ে গিয়েছিল, জাহ্নবীর আক্ষেপ

আন্তর্জাতিক ডেস্ক
সেপ্টেম্বর ২, ২০২৫ ২:১৭ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

বলিউডে প্রথম সিনেমার দিয়ে পরিচিতি পেয়েছিলেন জাহ্নবী কাপুর। কিন্তু সেই পথটা তার জন্য মোটেই সহজ ছিল না। কারণ, তার জীবনের সবচেয়ে বড় আঘাত এসেছিল তখনই। মা কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবী ২০১৮ সালের ফেব্রুয়ারিতে মৃত্যুবরণ করেন। তার মাত্র কয়েক মাস পরই মুক্তি পায় জাহ্নবীর প্রথম সিনেমা ‘ধড়ক’।

ভোগ-কে দেওয়া এক সাক্ষাৎকারে জাহ্নবী কাপুর শোনালেন ভিন্ন কথা। জানান, মাকে হারানোর পরও তিনি ও বোন খুশি কাপুরকে সবসময় দৃঢ় থাকতে হয়েছে।

জাহ্নবীর কথায়, “আমরা কখনোই বাইরের লোককে আমাদের ভাঙা চেহারা দেখতে দিইনি। তাই মানুষ মনে করেছে আমাদের দিকে কাদা ছুঁড়ে দেওয়া যায়। যেন আমরা মানুষই নই! ফলে সহানুভূতি বা সমবেদনার কোনো জায়গাতেই থাকেনি।”

পারিবারিক শোকের মাঝে মানুষের নিষ্ঠুরতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন জাহ্নবী। তার ভাষ্য, ‘ক্ষতি শুধু মাকে হারানোর মধ্যে সীমাবদ্ধ ছিল না। পরবর্তীতে যেটা সহ্য করতে হয়েছে, সেটাই আমাকে মানুষের প্রকৃতি নিয়ে সংশয়ী করে তুলেছে।’

জাহ্নবীর কথায়, ‘মিডিয়া ও সোশ্যাল মিডিয়ার বাড়তি নজর তখন অসহনীয় হয়ে উঠেছিল। পাপারাজ্জিরা ক্রমাগত অনুসরণ করতেন এবং প্রতিটি প্রতিক্রিয়া বিশ্লেষণ করা হত। সিনেমার প্রচার অনুষ্ঠানে গিয়ে যদি হাসতাম, তবে বলা হতো আমি নাকি খুব তাড়াতাড়ি স্বাভাবিক হয়ে গেছি। আবার চুপ থাকলে বলা হতো আমি নাকি খুব ঠাণ্ডা মনের। এগুলো নিয়েও মিম বানানো হয়েছে, যা ছিল কল্পনাতীত। ভাবা যায়! মাকে হারানো আর সেটাকে অর্ধেক দেশের বিনোদনে পরিণত করা-এটা ছিল আরও অকল্পনীয়।’

ব্যক্তিগত এই গভীর ক্ষতি পেরিয়েও অভিনয়ে নিজেকে ধরে রেখেছেন জাহ্নবী। বর্তমানে তার অভিনীত ‘পরম সুন্দরী’ সিনেমাটি প্রেক্ষাগৃহে চলছে, যেখানে নায়ক হিসেবে আছেন সিদ্ধার্থ মালহোত্রা। সূত্র: এনডিটিভি।


সংবাদটি শেয়ার করুন....