ঢাকামঙ্গলবার , ২ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ
আজকের সর্বশেষ সবখবর

ধামরাইয়ে ভুয়া এনএসআই কর্মকর্তা গ্রেফতার

ধামরাই (ঢাকা) প্রতিনিধি
সেপ্টেম্বর ২, ২০২৫ ২:৪৮ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

ঢাকার ধামরাইয়ে ভুয়া এনএসআই পরিচয় দেওয়া ফরিদ আলী (২৩) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। তিনি ঝিনাইদহ জেলার হরিনাকুন্ড থানার গাড়াবাড়ী গ্রামের ইউসুফ আলীর ছেলে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ। সোমবার ধামরাই পৌর শহরের কচমচ এলাকার ঢাকা-আরিচা মহাসড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়।

ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, সোমবার দিনগত রাত ৮টার দিকে ধামরাই পৌর শহরের কচমচ এলাকায় চেকপোস্টে পুলিশ একটি সাদা প্রাইভেটকার থামায়। তখন ফরিদ নামে এক ব্যক্তি গাড়ি থেকে নেমে নিজেকে এনএসআই বলে পরিচয় দেন।

এরপর তার কাছে আইডি কার্ড দেখতে চাইলে তিনি একটি কার্ড দেখান। পুলিশ আইডি কার্ডটি যাচাই-বাছাই করে দেখে কার্ডটি সঠিক নয়। পরে তাকে আটক করে পুলিশ থানায় নিয়ে আসে।

এরপর ধামরাইয়ে কর্মরত এনএসআই মো. মোস্তফাকে বিষয়টি জানানো হয়। তিনি এনএসআই হেড অফিসে যোগাযোগ করলে তারা জানান এ নামে কোনো লোক নাই।

ফরিদ আলী বলেন, আমার বন্ধু এ কার্ড বানিয়ে দিয়েছেন। আসলে আমি অনার্সে লেখাপড়া করি।

ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম বলেন, পুলিশ চেকপোস্টে একটি প্রাইভেটকার সন্দেহ হলে গাড়িটি থামায় পুলিশ। পরে ফরিদ নামে এক ব্যক্তি এনএসআই হিসেবে নিজেকে পরিচয় দেন। যাচাই-বাছাই করে দেখা গেছে ফরিদ ভুয়া এনএসআই। পরে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়। রাতেই তার বিরুদ্ধে থানায় মামলা করা হয়। মঙ্গলবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।


সংবাদটি শেয়ার করুন....