
বলিউডের তরুণ অভিনেত্রী অনন্যা পান্ডে সম্প্রতি নেটফ্লিক্স সিরিজ ‘দ্য ব্যাডস অফ বলিউড’–এর দ্বিতীয় সিজনে অভিনয়ের আগ্রহ প্রকাশ করেছেন। ইনস্টাগ্রামে একটি স্টোরি শেয়ার করার পরই তিনি এই ইচ্ছা প্রকাশ করেন।
ঘটনার শুরু হয় যখন অনন্যার চাচাতো ভাই আহান পান্ডে এবং আরিয়ান খানের শৈশবের একটি ছবি শেয়ার করেন নানা পান্ডে। সেটি দেখে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করা আরিয়ান খান উষ্ণ প্রতিক্রিয়া জানান।
তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে ঘিরে শুরু হয় আলাপ–আলোচনা। এখান থেকেই অনুপ্রাণিত হয়ে অনন্যা জানান, তিনি ‘দ্য ব্যাডস অফ বলিউড’–এর দ্বিতীয় সিজনে অংশ নিতে চান।
অনন্যা, আরিয়ান এবং আহানের ঘনিষ্ঠ বন্ধুত্বে খুশি ভক্তরা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় আলোচনা শুরু করেছেন। অনেকেই ধারণা করছেন, অনন্যা যদি যুক্ত হন তবে সিরিজে নতুন মাত্রা যোগ হবে।
কাজের দিক থেকে, অনন্যা পান্ডে শিগগিরই কার্তিক আরিয়ানের বিপরীতে ‘তু মেরি, ম্যায় তেরা’ ছবিতে দেখা দেবেন। অন্যদিকে, আরিয়ান খান নেটফ্লিক্স সিরিজ ‘দ্য ব্যাডস অফ বলিউড’ দিয়ে পরিচালনায় আত্মপ্রকাশ করলেন।
আর আহান পান্ডে ইতিমধ্যেই ‘সাইয়ারা’ ছবির মাধ্যমে দর্শকদের মন জয় করেছেন। ছবিটি ভারতে ৩০০ কোটির বেশি আয় করেছে। শক্তিশালী পর্দা উপস্থিতি ও আবেগের গভীরতার জন্য তিনি সমালোচক ও দর্শকদের প্রশংসা পেয়েছেন এবং ২০২৫ সালের সবচেয়ে প্রতিশ্রুতিশীল নবাগত অভিনেতাদের একজন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। সূত্র: টাইমস নাউ