
৫ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াত ইসলামি মনপুরা উপজেলা শাখা।
জামায়াতের কেন্দ্রীয় কমিটির পূর্বসিদ্ধান্ত অনুযায়ী জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন, জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা, ফ্যাসিস্ট সরকারের গণহত্যা ও দুর্নীতির বিচার করা এবং জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা এই পাঁচটি দাবির পূর্ণ বাস্তবায়ন চেয়ে তারা এই বিক্ষোভ মিছিলের আয়োজন করে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৫টায় জামায়াতে ইসলামীর দলিয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। জামায়াতের উপজেলা আমির মোঃ আমিনুল ইহসান জসিম এর নেতৃত্বে মিছিলটি মনপুরার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা দলিয় কার্যালয়ে শেষ হয়। মিছিলপূর্ব গণজমায়েতে বক্তারা কেন্দ্রীয় জামায়াতের সিদ্ধান্তগুলোর পূর্ণ বাস্তবায়ন চান। এ সময় তারা বলেন, এই পাঁচ দফা বাস্তবায়িত না হলে জুলাইয়ের শহীদদের রক্তের সাথে বেঈমানি করা হবে। পিআর পদ্ধতিতে ইলেকশন হলে সংসদে সকল দলের অংশগ্রহণ নিশ্চিত হবে তখন ফ্যাসিবাদ কায়েম হবার সুযোগ থাকবে না। জামায়াত যে ৫ দফা গণদাবি দিয়েছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ দাবিগুলো পূরণ ছাড়া জাতি এক পা-ও এগোতে পারবে না।
এ সময়ে আরও উপস্থিত ছিলেন মনপুরা উপজেলা জামায়াতে ইসলামের সাবেক আমির ও জেলা সূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা হাফেজ রফিকুল ইসলাম,মনপুরা উপজেলা জামায়াত সেক্রেটারি মোঃ আলাউদ্দিন ফরাজি, ১ নং মনপুরা ইউনিয়ন আমির মাওলানা সাহ ইমরান চৌধুরী, হাজির হাট ইউনিয়ন আমির হাফেজ মাওলানা জামাল উদ্দিন, সূরা ও কর্মপরিষদ সদস্য মতিউর রহমান নিজামি, সভাপতি শ্রমিক কল্যাণ ফেডারেশন মাওলানা ইউনুস, ৫নং কলাতলি ইউনিয়ন এর আমির জসিম উদ্দিনসহ মনপুরা জামায়াতের বিপুল সংখ্যক নেতাকর্মী।