
ভোলার মনপুরা উপজেলায় পুকুরের পানিতে ডুবে আলহা বেগম (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকাল ৫টায় উপজেলা থেকে বিছিন্ন ইউনিয়ন কলাতলি কবির বাজার এই ঘটনা ঘটে। নিহত আলহা বেগম একই গ্রামের বাসিন্দা বেলায়েত হোসেন এর মেয়ে।
নিহতর বাবা বেলায়েত হোসেন বলেন, পরন্ত বিকেল বেলায় আলহা কে নিয়ে তার মা সবার সাথে আড্ডা দিচ্ছেন । সবার চোখ ফাকি দিয়ে বাড়ির পাশের পুকুরে পরে যান । পরে পরিবারের সদস্যরা তাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করলে ।দীর্ঘ খোঁজাখুঁজি পর শিশুটিকে পুকুরের পানিতে ভাসতে দেখতে পান তার বড় ভাই । পরে পুকুর থেকে শিশুটির মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।
মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,শিশুটির মৃত্যুর খবর আমরা পেয়েছি। বাড়ির পাশের পুকুরপাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে তার মৃত্যু হয়। বিষয়টি কষ্টদায়ক। এ ঘটনায় পরিবারের আপত্তি না থাকায় বিনা ময়নাতদন্তে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।মনপুরা থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে ।