
কালিয়াকৈর প্রতিমা বিসর্জন দিতে গিয়ে তুরাগ নদে দুই নৌকার সংঘর্ষে এক শিশু ও এক কিশোর নিখোঁজ হয়েছে। উপজেলার চাপাইর ব্রিজ-সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার বিকেলে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা দিগন্ত মনিদাস (১৪) নামের আরেকজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য ভর্তি করেছেন। নিখোঁজ শিশু উপজেলার হিজলতলী গ্রামের প্রভাস মনিদাসের মেয়ে অংকিতা মনিদাস (৫) ও একই গ্রামের তাপস মনিদাসের ছেলে তন্ময় মনিদাস (১৩)। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে নিখোঁজদের উদ্ধারের চেষ্টা করে। ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্মীরা।
এলাকাবাসী পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, দুপুরের পর থেকেই হিন্দু ধর্মাবলম্বীরা ইঞ্জিনচালিত নৌকায় করে দুর্গা প্রতিমা নিয়ে উপজেলার চাপাইর ব্রিজ-সংলগ্ন তুরাগ নদে হাজির হয়। এ সময় তারা ঢাকঢোল পিটিয়ে গান গাইতে গাইচে নদীতে চক্কর মারতে থাকে। এক পর্যায়ে ব্রিজের নিচে চলন্ত দুই নৌকার ধাক্কা লাগে।
এতে একটি নৌকা থেকে তিন শিশু-কিশোর নদীতে পড়ে যায়।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়্যার ইন্সপেক্টর ফতেখার হাসান রায়হান চৌধুরী বলেন, দুই শিশু নিখোঁজের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। টঙ্গী ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। ডুবুরি দল এসে উদ্ধার কার্যক্রম চালাবে।