ঢাকাশুক্রবার , ৩ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ
আজকের সর্বশেষ সবখবর

মনপুরায় মৎস্যজীবীদের নিয়ে সচেতনতা সভা

রাকিবুল হাসান,মনপুরা (ভোলা) প্রতিনিধি
অক্টোবর ৩, ২০২৫ ২:০৩ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

ভোলার মনপুরায় ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫ বাস্তবায়নের লক্ষ্যে মৎস্যজীবীদের নিয়ে সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩রা অক্টোবর) বিকালে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে ইলিশ সম্পদ উন্নয়ন এবং ব্যবস্থাপনা প্রকল্পের সহযোগিতায় উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের জনতা বাজার মাছ ঘাটে এ সভা হয়।
মনপুরা থানা অফিসার ইনচার্জ আহসান কবির এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা ইকবাল হোসেন।
উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মনির হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মনপুরা থানা (ওসি) আহসান করিব,ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির সভাপতি আসরাফ হোসেন প্রমুখ ।
এসময় আরো উপস্থিত ছিলেন,মনপুরা উপজেলা বিএনপির সহসভাপতি সিরাজুল ইসলাম পলোয়ান,দক্ষিণ সাকুচিয়া বিএনপির সাধারন সম্পাদক আবু বক্কর চৌকিদার,মৎস্য ব্যবসায়ী নুরইসলাম ঢালী,জাকির হোসেনসহ স্থানীয় মৎস্যজীবীরা উপস্থিত ছিলেন।
জেলা মৎস্য কর্মকর্তা বলেন, নির্বিচারে মা ইলিশ শিকার করা হলে ভবিষ্যতে আর ইলিশ পাওয়া যাবে না। ইলিশ আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির অংশ। এটিকে টিকিয়ে রাখা সবার দায়িত্ব। নিজেদের স্বার্থে মা ইলিশ রক্ষা অভিযানের সময় মৎস্যজীবীদের ধৈর্য ধরতে হবে। নিষেধাজ্ঞার সময় কার্ডধারী জেলেদের সরকারি বরাদ্দের চাল যথাসময়ে পৌঁছে দেয়া হবে।


সংবাদটি শেয়ার করুন....