ঢাকামঙ্গলবার , ৭ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ
আজকের সর্বশেষ সবখবর

সমুদ্রসীমায় প্রতিরক্ষা জোরদারের ঘোষণা কিমের

আন্তর্জাতিক ডেস্ক
অক্টোবর ৭, ২০২৫ ৭:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন দেশের প্রথম পাঁচ হাজার টনের ডেস্ট্রয়ার পরিদর্শন করেছেন। এ সময় তিনি ‘শত্রুদের উস্কানি’ প্রতিহত এবং দমনের জন্য দেশের নৌবাহিনীকে শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন।

সোমবার (৬ অক্টোবর) রাষ্ট্রীয় গণমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি এ খবর জানিয়েছে।

দেশের নৌশক্তি জোরদার প্রচেষ্টার অংশ হিসেবে এপ্রিল মাসে পিয়ংইয়ং নতুন মডেলের বহুমুখী ডেস্ট্রয়ারটি উন্মোচন করে। এটি সুপারসনিক স্ট্র্যাটেজিক ক্রুজ মিসাইল, ট্যাকটিক্যাল ব্যালিস্টিক মিসাইল এবং অন্যান্য সিস্টেম দিয়ে সজ্জিত।

রাষ্ট্রীয় গণমাধ্যম আরও জানিয়েছে, গত রোববার কিম ‘চো হিওন’ ডেস্ট্রয়ার পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন গুরুত্বপূর্ণ দলীয় ও সরকারি কর্মকর্তারা।

সফরকালে কিম বলেন, ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টি ‘জাতীয় অধিকারের মূল রক্ষার্থে’ নৌবাহিনীর সামগ্রিকভাবে সম্প্রসারণ এবং সক্ষমতা বৃদ্ধির জন্য এক মুহূর্তও থেমে থাকবে না।

তিনি আরও বলেন, ‘নৌবাহিনীর অসাধারণ ক্ষমতা বিশাল সমুদ্রে ব্যবহার করা উচিত, যাতে শত্রুর উস্কানি পুরোপুরিভাবে প্রতিহত করা যায়, তাদের দমন করা যায় এবং শাস্তি দেওয়া যায়। তাহলেই জাতির সার্বভৌমত্ব এবং নিরাপত্তা রক্ষা করা যাবে।’

আগামী ২০২৬ সালের ১০ অক্টোবরের মধ্যে উত্তর কোরিয়া আরও ৫ হাজার টনের ডেস্ট্রয়ার তৈরির পরিকল্পনা করছে।


সংবাদটি শেয়ার করুন....