ঢাকামঙ্গলবার , ৭ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ
আজকের সর্বশেষ সবখবর

মনপুরা ১১ হাজার ৪০৩ জেলে পাচ্ছেন বিশেষ সহায়তা

রাকিবুল হাসান,মনপুরা (ভোলা) প্রতিনিধি
অক্টোবর ৭, ২০২৫ ১২:১৩ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

ভোলার মনপুরায় প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ কর্মসূচির অংশ হিসেবে জেলেদের জন্য সরকারের বিশেষ খাদ্য সহায়তা ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে ১১টায় উপজেলা হাজিরহাট ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফজলে রাব্বি ।
এ সময় নদীতে মা ইলিশ শিকারে নিষেধাজ্ঞা থাকায় কর্মহীন হয়ে পড়েন জেলেরা। আর তাই তাদের এ ক্ষতি পুষিয়ে নিতে সরকারের পক্ষ থেকে প্রদান করা হয় এ বিশেষ সহায়তা।
এ বছর মনপুরা উপজেলা ১১ হাজার ৪০৩ জেলের মাঝে (২৮৫.৭৫ মেট্রিক টন) চাল বিতরণ করার কথা রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি নির্বাহী অফিসার (ইউএনও) ফজলে রাব্বি বলেন, ইলিশ বাংলাদেশের জাতীয় সম্পদ, মা ইলিশ সংরক্ষণের সময় জেলেরা যাতে কষ্টে না পড়ে, সেই লক্ষ্যেই সরকার খাদ্য সহায়তা দিচ্ছে। প্রশাসন নিশ্চিত করবে, প্রকৃত জেলেরা যেন তাদের প্রাপ্য সহায়তা পান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, হাজিরহাট ইউনিয়ন পরিষদের প্রশাসক ও পিআইও ফজলুল হক,উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম মিলন মাতাব্বর, সাবেক সম্পাদক আবদুল মন্নান হাওলাদার,মনপুরা প্রেসক্লাব সভাপতি আবদুর রহমান , মৎস্য অফিস ক্ষেত্র সহকারী মনির হোসেন প্রমূখ ।


সংবাদটি শেয়ার করুন....