ঢাকাবুধবার , ৮ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ
আজকের সর্বশেষ সবখবর

আগামী সপ্তাহে রাজনৈতিক দলগুলোকে জুলাই সনদে সই করাতে চাই : আলী রীয়াজ

অনলাইন ডেস্ক
অক্টোবর ৮, ২০২৫ ১২:১৯ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

আগামী ১৫-১৬ অক্টোবর আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক দলগুলোকে জুলাই সনদে স্বাক্ষর করাতে চাই। বুধবার (৮ অক্টোবর) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ কথা জানান জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

আলী রীয়াজ বলেন, ‘এ আলোচনায় জুলাই সনদ বাস্তবায়নের পথরেখা নির্ধারিত হবে।’

এ সময় গণভোট বাস্তবায়নের জন্য দলগুলোকে সুনির্দিষ্ট প্রস্তাব দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘নোট অব ডিসেন্টগুলো বিবেচনায় নিতে হবে।
এ ছাড়া গণভোটের ক্ষেত্রে অগ্রসর হওয়ার ক্ষেত্রে অন্য বিষয়গুলো বিবেচনায় নেওয়ার কথাও বলেন তিনি।

আগামী ১০ অক্টোবরের মধ্যে কমিশন সরকারের কাছে সুনির্দিষ্ট সুপারিশ দিতে চায় উল্লেখ করে দু-এক দিনের মধ্যেই আলোচনার ইতি টানার প্রত্যাশা ব্যক্ত করেন আলী রীয়াজ।


সংবাদটি শেয়ার করুন....