ঢাকাশনিবার , ১১ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ
আজকের সর্বশেষ সবখবর

মনপুরায় ঘূর্ণিঝড় প্রস্তুতি মহড়া অনুষ্ঠিত

রাকিবুল হাসান,মনপুরা (ভোলা) প্রতিনিধি
অক্টোবর ১১, ২০২৫ ১২:১৬ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

ভোলার মনপুরায় ঘূর্ণিঝড় প্রস্তুতিমূলক মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে। একটি গ্রামে ঘূর্ণিঝড় আসার আগে এবং পরে জনসাধারণের করণীয় বিষয় উপস্থাপন করা হয় এ মাঠ মহড়ায়। শনিবার (১১ অক্টোবর ) সকালে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের এআর খান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্টার্ট নেটওয়ার্ক’র সহাযোগিতায় ইউনিয়ন ভিত্তিক মহড়াটি বাস্তবায়ন করে উপজেলা কোস্ট ফাউন্ডেশন।

উপজেলা কোস্ট ফাউন্ডেশনের সিনিয়র কো অর্ডিনেটর মোঃ ইউনুস’র সঞ্চালনায় ভোলা জেলার সি পি পি জুনিয়র সহকারী পরিচালক কে এম মাহাতাবুল বারীর সভাপতিত্বে মহড়ায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা জন স্বাস্থ্য প্রকৌশলী ও দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ আশরাফুল ইসলাম।
মহড়ায় ঘূর্ণিঝড় পূর্বাভাস সম্পর্কে প্রচারনা, সতর্কতা বিষয়ক ধারনা, ঘূর্ণিঝড় সময়কালীন প্রস্ততি, ঘূর্ণিঝড়ের তান্ডব ও ক্ষয়ক্ষতি, এবং ঘর্ণিঝড় পরবর্তি উদ্ধার কাজ সম্পর্কে স্বচিত্র ধারনা দেয়া হয়। মহড়ায় উপজেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচী’র (সিপিপি) সদস্য ও যুব রেড ক্রিসেন্ট’র স্বেচ্ছাসেবী সদস্যরা অংশগ্রহন করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি মোঃ সিরাজ পালোয়ান,সাকুচিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জামাল উদ্দিন, দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামী’র আমীর মোঃ অলি উল্লাহ মাস্টার, এআর খান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল খালেক, দক্ষিন সাকুচিয়া ইউপি সদস্য আবদুল মন্নান,ও ৭নং ইউপি সদস্য লিটন হয়দার, দৈনিক সময়ের আলো প্রতিনিধি রাকিবুল হাসান,জনতা বাজার ব্যবসায়ী আব্দুস সাত্তার পাটোয়ার প্রমূখ।
অনুষ্ঠান শেষে মহড়ায় অংশগ্রহণ করা বিদ্যালয়ের শিক্ষার্থীদের ও সিপিপির স্বেচ্ছাসেবকদের পুরস্কার বিতরণ করেন অতিথিরা।


সংবাদটি শেয়ার করুন....