ঢাকারবিবার , ১২ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ
আজকের সর্বশেষ সবখবর

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মঙ্গলবার থেকে কর্মবিরতি

অনলাইন ডেস্ক
অক্টোবর ১২, ২০২৫ ৭:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বাড়ানোর দাবি না মানা হলে মঙ্গলবার থেকে কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের ব্যানারে রোববার (১২ অক্টোবর) সকাল ৯টা থেকে এ কর্মসূচিতে অংশ নেন কয়েক হাজার শিক্ষক-কর্মচারী।

শিক্ষক-কর্মচারীদের দাবি, মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া ভাতার সঙ্গে চিকিৎসাভাতা ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৫০০ টাকা করা এবং উৎসবভাতা মূল বেতনের ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৭৫ শতাংশ করা।

জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, ‘দাবি আদায়ে মঙ্গলবার থেকে কর্মবিরতির কর্মসূচি পালন করা হবে। দেশের সব স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে এদিন থেকে দাবি বাস্তবায়নের প্রজ্ঞাপন না জারি হলে আমাদের অবস্থান ও কর্মবিরতি চলবে।’

আজিজী বলেন, সারাদেশ থেকে শিক্ষকরা ঢাকায় এসেছেন। দাবি আদায় না হলে আমরা ফিরে যাচ্ছি না। যদি সরকারের পক্ষ থেকে প্রজ্ঞাপন জারি না হয়, তাহলে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করা হবে।

এর আগে, গত ১৩ আগস্ট একই দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনেই বিক্ষোভ সমাবেশ করে সংগঠনটি। তারা মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা বাড়ানোর পাশাপাশি সর্বজনীন বদলি চালুর দাবি জানিয়েছিল। সে সময় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ১৪ সেপ্টেম্বর অর্ধদিবস, ১৫ ও ১৬ সেপ্টেম্বর পূর্ণদিবস কর্মবিরতি এবং বিভাগীয় শহরে শিক্ষক সম্মেলনের আয়োজন করা হয়।


সংবাদটি শেয়ার করুন....