ঢাকাসোমবার , ১৩ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ
আজকের সর্বশেষ সবখবর

মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

রাকিবুল হাসান,মনপুরা (ভোলা) প্রতিনিধি
অক্টোবর ১৩, ২০২৫ ৯:০৭ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’ এই প্রতিপাদ্যে ভোলার মনপুরায় র্যা লি, আলোচনা সভা ও মহড়ার মাধ্যমে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগে এর বাস্তবায়নে দিবসটির কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে সহযোগিতা করে কোষ্ট ফাউন্ডেশন, সি পি পিসহ বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা।

সোমবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে এক বর্ণাঢ্য র্যা লি বের হয়, যেখানে সরকারি-বেসরকারি কর্মকর্তা, শিক্ষার্থী, ফায়ার সার্ভিস ও স্কাউট সদস্যরা অংশগ্রহণ করেন। র্যা লিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয় । পরে উপজেলা পরিষদ কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে আয়োজিত আলোচনা সভায় দুর্যোগ প্রশমনে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফজলুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফজলে রাব্বি ।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসার ও ৩নং উত্তর সাকুচিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক নাছির উদ্দিন ,জনস্বাস্থ্য প্রকৌশলী ও ৪নং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক আশরাফ হোসেন,মনপুরা প্রেসক্লাব সভাপতি মোঃ অহিদুর রহমান উপজেলা পর্যায়ের কর্মকর্তারা, রেডক্রিসেন্ট স্বেচ্ছাসেবীরা,সিপিপি স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দুর্যোগ ব্যবস্থাপনায় শুধু সরকারের প্রচেষ্টা যথেষ্ট নয়; জনগণের সক্রিয় অংশগ্রহণও প্রয়োজন। দুর্যোগপূর্ব প্রস্তুতি, সচেতনতা এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা গেলে ক্ষয়ক্ষতি অনেকাংশে হ্রাস পাবে।

দিবসটি উপলক্ষে দুর্যোগে ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে ও দেশের মানুষকে সচেতন করার লক্ষ্যে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং স্কাউট সদস্যদের অংশগ্রহণে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড প্রতিরোধে মহড়া প্রদর্শন করা হয়।


সংবাদটি শেয়ার করুন....