ঢাকাসোমবার , ১৩ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ
আজকের সর্বশেষ সবখবর

মনপুরার মেঘনায় নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ শিকার, তিন জেলে আটক

রাকিবুল হাসান,মনপুরা (ভোলা) প্রতিনিধি
অক্টোবর ১৩, ২০২৫ ১২:১২ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

ভোলার মনপুরায় মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার করার সময় তিন জেলেকে আটক করা হয়। এই সময় একটি ইঞ্জিনচালিত ট্রলারসহ কারেন্ট জাল জব্দ করা হয়।
সোমবার রাতভর উপজেলার মেঘনার চরপিয়াল পয়েন্টে অভিযান চালিয়ে এদের আটক করে উপজেলা মৎস্য অফিসের অভিযান পরিচালনাকারী টিমের সদস্যরা।
পরে সোমবার বিকেল সাড়ে ৪ টায় আটককৃত জেলেদের নিয়মিত মামলা করে মনপুরা থানা হেফাজতে রাখা হয়েছে বলে জানান উপজেলা মৎস্য কর্মকর্তা উজ্জ্বল বনিক। তিনি আরও জানান, আটককৃত জেলেদের মঙ্গলবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।
আটককৃত তিন জেলে হলেন, মোঃ জয়নাল (৪৫), মোঃ মিজান (৩২) ও মোঃ সুমন (১৯)। এদের সবার বাড়ি উপজেলার ৪ নং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের রহমানপুর গ্রামে।
এই ব্যাপারে মনপুরা উপজেলা মৎস্য কর্মকর্তা উজ্জ্বল বনিক জানান, সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনায় মা ইলিশ শিকার করার সময় একটি ট্রলার, কারেন্ট জাল সহ তিন জেলেকে আটক করে নিয়মিত মামলা করে মনপুরা থানা হেফাজতে রাখা হয়েছে।
প্রসঙ্গত, ইলিশের প্রজনন মৌসুমে ইলিশ রক্ষায় সরকার ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন সব ধরনের ইলিশ আহরণ ও সংরক্ষণে নিষেধাজ্ঞা জারি করেছে। এই সময়ে দেশের নদী ও সমুদ্রে ইলিশ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ।


সংবাদটি শেয়ার করুন....