ঢাকামঙ্গলবার , ১৪ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ
আজকের সর্বশেষ সবখবর

গাজার সব সীমান্ত ক্রসিং খুলে দেওয়ার আহ্বান জাতিসংঘ ও রেডক্রসের

আন্তর্জাতিক ডেস্ক
অক্টোবর ১৪, ২০২৫ ১২:২৭ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

জাতিসংঘ ও আন্তর্জাতিক রেডক্রস কমিটি গাজায় সব সীমান্ত ক্রসিং খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে, যাতে যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি ভূখণ্ডে জরুরি মানবিক সহায়তা পৌঁছানো যায়।

রেডক্রসের মুখপাত্র ক্রিশ্চিয়ান কারদন জেনেভায় সাংবাদিকদের বলেন, মানবিক সহায়তাকর্মীদের, বিশেষ করে রেডক্রসের পক্ষ থেকে আমরা যে আহ্বান জানাচ্ছি, তা হলো—বৃহৎ চাহিদার কারণে সব প্রবেশপথ খোলা থাকা নিশ্চিত করতে হবে।

জাতিসংঘের মানবিক সহায়তা সংস্থা ওসিএইচএর মুখপাত্র ইয়েন্স লারকে বলেন, আমাদের সব সীমান্তপথ খোলা প্রয়োজন।

টাইমস অব ইসরাইল জানিয়েছে, ইসরাইল ও জিম্মি পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে—হামাস অস্ত্রবিরতির শর্ত ভঙ্গ করছে, কারণ তারা এখনও ২৪ জন নিহত জিম্মির মরদেহ ফেরত দেয়নি।

এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, নতুন যুদ্ধবিরতি চুক্তির আওতায় তিনি গাজা পুনর্গঠনের জন্য গালফ দেশগুলো, যুক্তরাষ্ট্র ও ইউরোপের সহায়তা চেয়ে উদ্যোগ নেবেন।

মিশরের শার্ম আল-শেখে গাজার ভবিষ্যৎ নিয়ে অনুষ্ঠিত বৈশ্বিক সম্মেলন শেষে দেশে ফেরার পথে সাংবাদিকদের তিনি বলেন, পশ্চিমা দেশগুলোর ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তকে দুই-রাষ্ট্র সমাধানের ভিত্তি হিসেবে দেখা উচিত।

তুর্কি প্রেসিডেন্টের কার্যালয় থেকে প্রকাশিত বিবৃতিতে আরও বলা হয়েছে, এরদোগান বিশ্বাস করেন গাজার পুনর্গঠনের প্রকল্পগুলোর অর্থায়ন দ্রুত পাওয়া যাবে।


সংবাদটি শেয়ার করুন....