
ভোলার মনপুরার মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার করার সময় জাল ও ট্রলার আটক করে অভিযান পরিচালনাকারী সদস্যরা। এই সময় ট্রলার রেখে পালিয়ে যাওয়ায় কোন জেলে আটক করতে না পারলেও ট্রলারসহ শিকার করা ২০ কেজি মা ইলিশ জব্দ করা হয়।
বুধবার রাতভর উপজেলার ১নং মনপুরা ইউনিয়নের তুলাতুলী স্পীডঘাট সংলগ্ন মেঘনায় ওই ট্রলার ও শিকার করা মা ইলিশ জব্দ করা হয়।
পরে জব্দকৃত মা ইলিশ মনপুরা শিশু সদন এতিমখানায় বিতরণ করেন উপজেলা মৎস্য কর্মকর্তা উজ্জ্বল বনিক।
এই ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা উজ্জ্বল বনিক জানান, মেঘনায় অভিযান চালিয়ে ট্রলারসহ শিকার করা মা ইলিশ জব্দ করা হয়। এই সময় জেলেরা ট্রলারতীরে পালিয়ে যাওয়ায় জেলেদের আটক করা সম্ভব হয়নি। তবে জব্দকৃত মা ইলিশ এতিমখানায় বিতরণ করা হয়েছে।