ঢাকাসোমবার , ৩ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ

অসুস্থ শ্রমিককে ছুটি না দেওয়ায় মৃত্যুর অভিযোগ, মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জ
নভেম্বর ৩, ২০২৫ ১২:২৯ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নারায়ণগঞ্জের বন্দরে একটি পোশাক কারখানায় এক অসুস্থ নারী শ্রমিকের মৃত্যুর ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তার সহকর্মীরা।

সোমবার (৩ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রায় ৩ ঘণ্টা বন্দর উপজেলার মদনপুর এলাকায় লারিজ ফ্যাশন লিমিটেড কারখানাটির সামনে মহাসড়ক অবরোধ করে রাখেন বিক্ষুব্ধ শ্রমিকরা। এতে ব্যস্ততম মহাসড়কটিতে কয়েক কিলোমিটার তীব্র যানজট দেখা দেয়।

বিক্ষুব্ধ শ্রমিক ও পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, গত রোববার রাতে কাজ করার সময় কারখানাটির সুইং সেকশনের অপারেটর রিনা (৩০) অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে একটি স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মারা যান। রিনা কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়ার বাসিন্দা দুলালের মেয়ে।

কারখানার শ্রমিকদের অভিযোগ, অসুস্থ ওই নারী কারখানা কর্তৃপক্ষের কাছে ছুটি চেয়েও পাননি। বাধ্য হয়ে কারখানায় কাজ করতে থাকা ওই নারীর শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে।

ওই নারী শ্রমিকের মৃত্যুর জন্য কারখানা কর্তৃপক্ষকে দায়ী থাকার অভিযোগ তুলে জড়িত কর্মকর্তাদের চাকরিচ্যুতের দাবি তুলে সোমবার সকালে কাজে যোগ না দিয়ে শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। শ্রমিকরা সকাল থেকে কারখানার সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কটি বন্ধ করে রাখেন।

বন্দর থানার ওসি লিয়াকত আলী জানান, আমরা শান্তিপূর্ণভাবে তাদের নানাভাবে মহাসড়কটি ছেড়ে দেওয়ার অনুরোধ জানাই। দুপুর সাড়ে ১২টার দিকে তারা কিছুটা শান্ত হন এবং রাস্তা ছেড়ে দেন। এতে যানবাহন চলাচল স্বাভাবিক হতে শুরু করে। এ বিষয়ে আইনগত সমাধান দেওয়া হবে বলে জানান তিনি।

এদিকে শ্রমিকের মৃত্যুর পেছনে কারখানা কর্তৃপক্ষের কোনো গাফিলতি কাজ করেনি দাবি করে লারিজ ফ্যাশনের এক কর্মকর্তা বলেন, অসুস্থতার কথা জানানোর পরই তাকে হাসপাতালে নেওয়া হয়। ওই নারী শ্রমিকের পরিবারের সঙ্গে কথা বলে তার দাফন-কাফনের সব দায়িত্বও কারখানার পক্ষ থেকে নেওয়া হয়েছে।

নারায়ণগঞ্জ শিল্প পুলিশের এসপি আসাদুজ্জামান জানান, শিল্প পুলিশ সদস্যরা শ্রমিক ও মালিকপক্ষকে নিয়ে আলোচনায় বসেন।


সংবাদটি শেয়ার করুন....