ঢাকাসোমবার , ৩ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ

বিশ্বকাপ দিয়ে শেষ হচ্ছে ট্রটের আফগানিস্তান অধ্যায়

স্পোর্টস ডেস্ক
নভেম্বর ৩, ২০২৫ ১২:২১ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

ভারত ও শ্রীলঙ্কায় আগামী ফেব্রুয়ারির টি-২০ বিশ্বকাপ দিয়ে আফগানিস্তান জাতীয় দলের হেড কোচের দায়িত্ব শেষ করবেন জোনাথন ট্রট। সোমবার আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) এই ঘোষণা দিয়েছে। বিশ্বকাপ পরবর্তী লম্বা পরিকল্পনার অংশ হিসেবে ট্রটের সঙ্গে সম্পর্কে ইতি টানার কথা জানিয়েছে এসিবি।

সাবেক ইংল্যান্ড ব্যাটার ট্রটের অধীনে আফগানিস্তান সাদা বলের ক্রিকেটে দারুণ সাফল্য পেয়েছে। ২০২৩ এর ওয়ানডে বিশ্বকাপে আফগানিস্তান ছয়ে থেকে শেষ করে। তাদের সেমিফাইনালে যাওয়ার দারুণ সুযোগ ছিল। কিন্তু অস্ট্রেলিয়াকে নাগালে পেয়েও গ্লেন ম্যাক্সওয়েলের ডাবল সেঞ্চুরিতে স্বপ্ন ভঙ্গ হয়।

তবে পরের বছর যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে খেলে আফগানিস্তান। টুর্নামেন্টে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং বাংলাদেশকে হারায় তারা। সেমিতে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে বিদায় নেয় রশিদ খানরা। এছাড়া দ্বিপাক্ষিক সিরিজেও ট্রটের অধীনে আফগানিস্তান ভালো ক্রিকেট খেলেছে।

দায়িত্ব ছাড়া প্রসঙ্গে ট্রট বলেন, ‘আফগানিস্তানের ক্রিকেটারদের সঙ্গে কাজ করতে পারা সম্মানের। সেরাটা পাওয়ার জন্য তাদের ক্ষুধা, আবেগ ও চেষ্টার সাক্ষী হতে পারা দারুণ ব্যাপার। একসঙ্গে যা কিছু অর্জন করেছি তার জন্য আমি গর্বিত। আমি সর্বদা আফগান ক্রিকেটের একজন ভক্ত হয়ে থাকব। আমি দল ও দেশটির ভবিষ্যত সাফল্য কামনা করছি।’

এসিবির সিইও নাসিব খান বলেন, ‘আমাদের ক্রিকেট যাত্রায় ট্রট গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ক্রিকেটারদের বেড়ে উঠতে সাহায্য করেছেন, স্বীকৃত বড় দলের বিপক্ষে খেলার সাহস দিয়েছেন। আমরা ২০২৬ বিশ্বকাপ ও পরবর্তী সময় নিয়ে চিন্তা করছি। এই পরিবর্তন তারই অংশ।’

এসিবির চেয়ারম্যান মিরওয়াইস আশরাফ বলেন, ‘জাতীয় দলকে ট্রট যে পেশাদারিত্ব শিখিয়েছেন, কাজের প্রতি তার ত্যাগের জন্য ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তার সহায়তায় আফগান ক্রিকেট উন্নতির একটি দারুণ অধ্যায় পার করছে। তার উত্তরত্তোর সাফল্য কামনা করছি।’

ক’দিন আগে ট্রটের সঙ্গে এসিবির ঝামেলার খবর িএসেছিল সংবাদ মাধ্যমে। ট্রট মন্তব্য করেছিলেন, দল নির্বাচন প্রক্রিয়া নিয়ে তিনি কিছু জানেন না। তাকে কিছু জানানো হয় না। পরে অবশ্য এসিবির সঙ্গে আলাপের পর বলেছিলেন, ভুলবোঝাবুঝি হয়েছিল দুই পক্ষের। এরপরই আসল তার চাকরি ছাড়ার খবর।


সংবাদটি শেয়ার করুন....