ঢাকাসোমবার , ৩ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ

ভোলা-৪ আসনে ধানের শীষের প্রার্থী নুরুল ইসলাম নয়ন

রাকিবুল হাসান,মনপুরা ভোলা
নভেম্বর ৩, ২০২৫ ৩:৩৪ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসন থেকে বিএনপির প্রার্থী হয়ে লড়বেন নতুন মুখ নুরুল ইসলাম নয়ন।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থী তালিকা প্রকাশ করেন।

জানা যায়,নুরুল ইসলাম নয়ন দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তিনি চরফ্যাশন-মনপুরা ২টি উপজেলায় বিএনপির সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। দলের দুঃসময়ে ত্যাগ ও নিষ্ঠার জন্য স্থানীয় নেতাকর্মীদের কাছে তিনি জনপ্রিয় নেতা হিসেবে পরিচিত।
মনোনয়ন ঘোষণার পরপরই চরফ্যাশন ও মনপুরা জুড়ে দলীয় নেতা-কর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। ২টি উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নুরুল ইসলাম নয়নকে অভিনন্দন জানান।

এ সময় উপস্থিত নেতাকর্মীরা বলেন, ধানের শীষের এই প্রার্থী ভোলা-৪ এর উন্নয়ন ও জনগণের অধিকার আদায়ের প্রতীক হয়ে উঠবেন। জনগণ বিপুল ভোটে তাকে বিজয়ী করবে।


সংবাদটি শেয়ার করুন....