ঢাকাশুক্রবার , ২১ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ
আজকের সর্বশেষ সবখবর

মনপুরায় ৭ দোকান আগুনে পুড়ে ছাই, ৫০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি

রাকিবুল হাসান,মনপুরা (ভোলা) প্রতিনিধি
নভেম্বর ২১, ২০২৫ ১:১০ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

ভোলার মনপুরায় অগ্নিকান্ডে ৭ দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে ব্যবসায়ীদের আনুমানিক ৫০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
শুক্রবার(২১ নভেম্বর) দুপুর ৩ টায় উপজেলার মনপুরা ইউনিয়নের রামনেওয়াজ বাজারে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
পরে বিকেল ৪ টায় ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ঘন্টাখানেক চেষ্ঠার পর আগুন নিয়ন্ত্রনে আনে।
ব্যবসায়ীরা জানান, শুক্রবার দুপুর ৩ টায় কৃষ্ণার স্বর্নের দোকানের গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে রমেস কাঠের দোকান, তরুন চন্দ্র দাস স্বর্নের দোকান, তরিকুলের কম্পিউটারের দোকান, রিপন সর্দার গার্মেন্টসের দোকান, নাসিমের কাঠের দোকান, সুদাংসুর চালের আড়ত ও উদ্দব চন্দ্র দাসের মুদি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে ব্যবসায়ীদের ৫০ লক্ষ টাকার ক্ষতি হয়।
এই ব্যাপারে মনপুরা ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার ফজলুর রহমান জানান, স্বর্নের দোকানের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। আনুমানিক দুই ঘন্টা চেষ্ঠার পর আগুন নিয়ন্ত্রনে আসে।
এই ব্যাপারে মনপুরা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফজলে রাব্বি জানান, ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের সহযোগিতা করা হবে। আগামীকাল (শনিবার) জেলা প্রশাসক মহোদয় ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনে আসছেন।


সংবাদটি শেয়ার করুন....