ঢাকাসোমবার , ২৪ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ
আজকের সর্বশেষ সবখবর

চুয়াডাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ১

চুয়াডাঙ্গা প্রতিনিধি
নভেম্বর ২৪, ২০২৫ ১২:০৭ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে মোটরসাইকেল ধাক্কা লেগে সেলিম উদ্দিন (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তানজিল হোসেন (২৩) নামের অপর এক যুবক।

সোমবার (২৪ নভেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার কাদিপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সেলিম উদ্দিন উপজেলার লোকনাথপুর গ্রামের এনামুল হকের ছেলে।
আহত তানজিল হোসেনও একই গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ বিকেলে সেলিম ও তানজিল মোটরসাইকেলযোগে কাদিপুরের দিকে যাচ্ছিলেন। পথে হঠাৎ তাদের মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মারা যান সেলিম।
স্থানীয়রা গুরুতর আহত অব্স্থায় তানজিলকেউদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, ‘ওই ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।


সংবাদটি শেয়ার করুন....