
ভারতের অহংকার মাটিতে মিশিয়ে দিচ্ছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। বিশ্ব ক্রিকেটে নিজেদের এলিট দাবি করা ভারতীয় ক্রিকেট দলকে তাদের ঘরের মাঠেই নাকানি চুবানি খাইয়ে দিচ্ছে প্রোটিয়ারা।
দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে কলকাতার ঐতিহ্যবাহী ইডেন গার্ডেন্সে ভারতকে দুই ইনিংসে ৯৩ ও ১৮৯ রানে গুঁড়িয়ে দিয়ে দাপটের সাথে জয় লাভ করে সফরকারী দক্ষিণ আফ্রিকা।
সিরিজ বাঁচাতে হলে গুয়াহাটিতে চলমান টেস্টে ঘুরে দাঁড়াতে হতো ভারতীয় দলকে। কিন্তু ইডেন গার্ডেন্সের মতো গুয়াহাটি টেস্টেও ঋষভ পন্থের নেতৃত্বাধীন দলের করুণ অবস্থা।
প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার করা ৪৮৯ রানের পাহাড় ডিঙ্গাতে নেমে মার্কো ইয়ানসেনের গতি আর সায়মন হারমারের অফ স্পিনে বিভ্রান্ত হয়ে ২০১ রানেই অলআউট হয় ভারত।
ভারতের হয়ে সর্বোচ্চ ৫৮ রান করেন ওপেনার যশস্বী জয়সওয়াল। এছাড়া ৪৮ রান করেন ওয়াশিংটন সুন্দর। দক্ষিণ আফ্রিকার হয়ে ১৯.৫ ওভারে মাত্র ৪৮ রান খরচায় ৬ উইকেট শিকার করেন মার্কো ইয়ানসেন। ৩ উইকেট তুলে নেন সায়মন হারমার।
প্রথম ইনিংসে ২৮৮ রানে এগিয়ে থেকে ভারতকে ফলোঅনের লজ্জায় ফেলার সুযোগ পেয়েছিল দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। ইডেন টেস্টে বাভুমাকে ‘খাটো” বলে তার উচ্চতা নিয়ে অপমানজনক মন্তব্য করেন ভারতীয় তারকা পেসার জসপ্রিত বুমরাহ। অথচ সেই বাভুমার কাছেই নিজেরা এখন লজ্জায় মাথা নিচু করে পরাজয়ের তেতো স্বাদ নেওয়ার প্রহর গুণছে ভারত।
নিজেদের এলিট বলে নাক উঁচু করে বড় বড় কথা বলে যাওয়া ভারতীয়দের লজ্জা দিতে চাননি প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা। যে কারণে দ্বিতীয় ইনিংসে নিজেরাই ব্যাটিংয়ে নেমে পড়েন।
সংক্ষিপ্ত স্কোর (৩য় দিন শেষে)
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস- ৪৮৯ (১৫১.১ ওভার); মুথুসামি ১০৯, ইয়ানসেন ৯৩; কুলদীপ ৪-১১৫, বুমরাহ ২-৭৫
ভারত ১ম ইনিংস- ২০১ (৮৩.৫ ওভার); জয়সওয়াল ৫৮, সুন্দর ৪৮; ইয়ানসেন ৬-৪৮, সায়মন ৩-৬৪
দক্ষিণ আফ্রিকা ২য় ইনিংস- ২৬/০ (৮ ওভার); রিকেল্টন ১৩*, মার্করাম ১২*; কুলদীপ ০-২, জাদেজা ০-২
দক্ষিণ আফ্রিকা ৩১৪ রানের লিডে
