
বছর শেষের মুখে টালিপাড়ায় ফের সম্পর্কের ভাঙন। দীর্ঘ ১৬ বছরের দাম্পত্য জীবনে ইতি টানলেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী শ্রীনন্দা শঙ্কর। স্বামী গেভ সাতারাওয়ালার সঙ্গে তার আনুষ্ঠানিক বিচ্ছেদের খবর নিজেই জানিয়েছেন শ্রীনন্দা।
সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রীনন্দা জানান, তাদের এই সিদ্ধান্ত হঠাৎ নয়।
প্রখ্যাত নৃত্যশিল্পী তনুশ্রী শঙ্কর ও আনন্দ শঙ্করের কন্যা শ্রীনন্দা ২০০৯ সালে গেভ সাতারাওয়ালার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর তারা মুম্বাইয়ে সংসার পাতেন। কাজের সূত্রে কলকাতা ও মুম্বাই নিয়মিত যাতায়াত ছিল শ্রীনন্দার।
তবে কয়েক মাস ধরে সামাজিক মাধ্যম কিংবা বিভিন্ন অনুষ্ঠানে স্বামী-স্ত্রীকে একসঙ্গে দেখা যাচ্ছিল না। ফলে তাদের দাম্পত্য সম্পর্ক নিয়ে নানা জল্পনা চলছিল।
অবশেষে বিচ্ছেদের ঘোষণা দিয়ে শ্রীনন্দা লিখেন, ‘এই সিদ্ধান্ত হঠাৎ নেওয়া হয়নি। অনেকেই হয়তো বিষয়টি আগেই আঁচ করেছিলেন, তবে প্রকাশ্যে আসতে আমাদের সময় লেগেছে। জীবন সব সময় পরিকল্পনা অনুযায়ী চলে না- সেই বাস্তবতাকে আমরা মেনে নিয়েছি।’
তিনি আরও লিখেন, ‘এই বিচ্ছেদ আমাদের দু’জনের কাছেই মানসিক শান্তি এনে দিয়েছে। সিদ্ধান্তটি কঠিন হলেও ভেবেচিন্তে নেওয়া। এ নিয়ে আলোচনা হবেই। তবে সবার কাছে অনুরোধ- আমাদের ব্যক্তিগত জীবনকে সম্মান করা হোক।’
শ্রীনন্দা উল্লেখ করেন, সামাজিক মাধ্যমে দেখা কয়েক সেকেন্ডের ছবি বা ভিডিও কোনও সম্পর্কের সম্পূর্ণ গল্প তুলে ধরে না। অনলাইনে ধরা পড়া মুহূর্তের আড়ালে বাস্তব জীবন অনেক বেশি জটিল ও গভীর-সেই সত্যটা বোঝা জরুরি।
অভিনয়ের পাশাপাশি নৃত্যশিল্পী হিসেবে শ্রীনন্দা শঙ্কর দীর্ঘদিন ধরে পরিচিত মুখ। বিচ্ছেদের পরও নিজের কাজে মনোযোগী থাকতে চান তিনি।

