
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অপসারণ প্রশ্নে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণের পক্ষে মত দিয়েছে আমার বাংলাদেশ (এবি পার্টি)। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির সঙ্গে বৈঠকে তারা এই মতামত তুলে ধরে। আজ সোমবার দুপুরে রাজধানীর বিজয়নগরে দলটির কার্যালয়ে বৈঠকের পর এ কথা জানিয়েছেন ছাত্র আন্দোলনের নেতারা।
বৈঠকে ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির চার জন প্রতিনিধি। পরে সাংবাদিকদের তারা জানান, সব বিষয়েই মোটামুটি একমত হয়েছেন তারা। রাষ্ট্রপতি ইস্যুতে এবি পার্টির তরফ থেকে ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্তের আহ্বান জানানো হয়েছে। সেইসাথে এবি পার্টি বলেছে, রাষ্ট্রপতি অপসারণে সবাই একমত হলে পরবর্তী প্রক্রিয়া কী হতে পারে সে বিষয়ে আরও আলোচনার সুযোগ রয়েছে। গণঅধিকার পরিষদ ও গণতন্ত্র মঞ্চের সাথেও বৈঠকের কথা।
এর আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবি সবাই নীতিগতভাবে একমত বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। গতকাল রোববার গণঅধিকার পরিষদের সঙ্গে আলোচনা শেষে তিনি এ কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ জানান, রাষ্ট্রপতির অপসারণের বিষয়ে সবাই নীতিগতভাবে একমত। সংবিধান পুনর্লিখন, রাষ্ট্রপতির অপসারণ ও গত ৩ নির্বাচন বাতিল নিয়ে আলোচনা হয়েছে।