ঢাকারবিবার , ৩ নভেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ

বোরো মৌসুমে সারের কৃত্রিম সংকটের আশঙ্কা

নিউজ ডেস্ক
নভেম্বর ৩, ২০২৪ ২:৫৯ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর দেশের কিছু সুবিধাভোগী গোষ্ঠী কৃত্রিম সংকট সৃষ্টির পায়তারা শুরু করেছে উল্লেখ করে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন আমদানিকারক ঠিকাদাররা। এ বিষয়ে তারা বিএডিসির সহায়তা কামনা করেছেন।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দেশের খাদ্যশস্য উৎপাদনের সবচেয়ে বড় মৌসুম ‘বোরো’। অক্টোবর-নভেম্বর থেকে দেশে বোরো আবাদ শুরু হয়।
এই বোরো মৌসুমে সারসহ চাষাবাদের প্রয়োজনীয় উপকরণের চাহিদা থাকে সবচেয়ে বেশি। কিন্তু কৃত্রিম সংকটের ফলে আসন্ন বোরো মৌসুমে সারের প্রয়োজনীয় জোগান নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। সার না পাওয়ার কারণে উৎপাদন ব্যাহত ও দেশব্যাপী খাদ্য সংকটের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
বিএডিসির নিয়োগকৃত ঠিকাদার এজেন্টদের মাধ্যমে গত ১৮ বছর খুলনার শিরোমনি এলাকার ‘এজাক্স জুট মিল’ ঘাটে বিভিন্ন প্রকার সার ডাম্পিং করা হয়ে থাকে।
সেখান থেকে দেশের বিভিন্ন স্থানের বিএডিসির গুদামে ওই সার সরবরাহ করা হতো। কিন্তু গত ৮ আগস্ট থেকে শিরোমনিস্থ এজাক্স জুট মিল ঘাট থেকে কোনো সার বিএডিসির গোডাউনে সরবরাহ করা যাচ্ছে না। বিষয়টি বিএডিসি চেয়ারম্যানকে লিখিতভাবে জানিয়েছে আমদানিকারক ঠিকাদাররা।
ওই চিঠিতে বলা হয়েছে, রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর মো. কাওছার জামান বাবলা নামের এক ব্যক্তি ওই ঘাটের প্রকৃত মালিক দাবি করে ড্যাম্পিংকৃত সার এজাক্স জুট মিল ঘাট থেকে পরিবহনে বাধাঁ দিচ্ছেন।
পাশাপাশি বিএডিসির সরকারি সার গোপনে বিক্রি করার হুমকি দিয়ে আসছেন। যার ধারাবাহিকতায় গত পহেলা নভেম্বর বিএডিসির ঠিকাদারদের সিকিউরিটিকে ওই ঘাটে ঢুকতে দেওয়া হয়নি।
সঠিক পরিকল্পনা ও সমন্বয়ের মাধ্যমে সার সরবরাহে স্থিতিশীলতা আনার জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে চিঠিতে। একইসাথে রাজনৈতিক পরিবর্তনজনিত বাধাগুলো দূর করতে স্থানীয় প্রশাসনের সহযোগিতা কামনা করা হয়েছে।

এ বিষয়ে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সচিব ড. কে. এম. মামুন উজ্জামান বলেন, ‘আমদানিকারক ঠিকাদারদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিএডিসি স্থানীয় প্রশাসনের কাছে চিঠি পাঠায়। যাতে ওই মাল উদ্ধারে ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে। দ্রুত সমস্যার সমাধান হবে বলে আশা করছি।’


সংবাদটি শেয়ার করুন....