
মুম্বাই টেস্টে ভারতকে ২৫ রানে হারিয়েছে নিউজিল্যান্ড। এজাজ প্যাটেল এবং গ্লেন ফিলিপসের অসাধারণ বোলিংয়ে ম্যাচটি জিতে ৩-০ ব্যবধানে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করল নিউজিল্যান্ড। এতে নিজেদের ইতিহাসে দ্বিতীয়বারের মতো ঘরের মাঠে ধবলধোলাই হলো ভারত।
২০০০ সালে একমাত্র দল হিসেবে ভারতকে তাদেরই মাটিতে হোয়াইটওয়াশ করেছিল দক্ষিণ আফ্রিকা। তবে সেটি ছিল দুই ম্যাচের সিরিজ। তিন বা তার চেয়ে বেশি ম্যাচের সিরিজে এবারই প্রথম। এই সিরিজের আগে ভারতের মাটিতে মাত্র ২টি টেস্টে জয় ছিল নিউজিল্যান্ডের। ১৯৬৯ সালে নাগপুরের পর ১৯৯৮ সালে ওয়াংখেড়ে টেস্টে জিতেছিল তারা।
এদিন দিনের শুরুতেই অল আউট হয়ে যায় সফরকারীরা। মুম্বাই টেস্টে ভারতকে মাত্র ১৪৭ রানের লক্ষ্য দেয় নিউজিল্যান্ড। ছোট লক্ষ্য তাড়া করতে নেমেও নাজেহাল অবস্থা ভারতের। ১৬ রানের মধ্যে স্বাগতিকরা হারায় ৫ উইকেট। দলীয় ১৩ রানে আউট হন ওপেনার রোহিত শর্মা (১১)। রোহিতের পেছনে আসা-যাওয়ার মিছিলে যোগ দেন শুভমান গিল (১), বিরাট কোহলি (১) যসস্বি জয়সওয়াল (৫) ও সরফরাজ খান (১)।
এরপর ঋষভ পন্ত খানিকটা লড়াই করলেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। ৫৭ বলে তার করা ৬৪ রানের ইনিংসটি কেবল পরাজয়ের ব্যবধানই কমিয়েছে। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নেন নিউজিল্যান্ডের এজাজ প্যাটেল। ৪২ রান খরচায় তিন উইকেট নেন গ্লেন ফিলিপস। এছাড়া একটি উইকেট শিকার করেন ম্যাট হেনরি।
এর আগে প্রথম ইনিংসে ২৩৫ রানে অলআউট হয় নিউজিল্যান্ড।  ২৮ রানের লিড নিয়ে ভারত থামে ২৬৩ রানে। দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ড গুটিয়ে যায় ১৭৪ রানে।
 
        
 
                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
								                                                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                 
                                 
                                 
                                