ঢাকাশুক্রবার , ৮ ডিসেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ

রুশ অ্যাথলেটদের জন্য খুলে গেল প্যারিস অলিম্পিকের দুয়ার

স্পোর্টস ডেস্ক।।দ্য স্টার নিউজ
ডিসেম্বর ৮, ২০২৩ ৬:১৬ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

বাছাইপর্ব পেরোতে পারলেই ২০২৪ প্যারিস অলিম্পিকে অংশগ্রহণ করতে পারবেন রাশিয়া ও বেলারুশের অ্যাথলেটরা। তবে এক্ষেত্রে তারা নিরপেক্ষ হিসেবে, অর্থাৎ কোনো নির্দিষ্ট দেশের প্রতিনিধিত্ব করতে পারবেন না।

আজ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)। বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়া ও বেলারুশের অ্যাথলেটরা জাতীয় পতাকা এবং লোগো ব্যবহার করতে পারবেন না। এমনকি টুর্নামেন্ট চলাকালীন তারা জাতীয় সংগীতও গাইতে পারবেন না। তবে আইওসি বলেছে, ব্যক্তিগতভাবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ দেওয়া মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শন করার সামিল।

এর আগে ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া কর্তৃক ইউক্রেনে হামলার পর থেকে কঠোর সিদ্ধান্ত গ্রহণ করে আইওসি। রাশিয়া ও বেলারুশের অ্যাথলেটদের নিষিদ্ধ করা হয় অলিম্পিক প্রতিযোগিতায়। তবে ইউক্রেন হুমকি দিয়েছে, নিষেধাজ্ঞা তুলে নিলে তারা অলিম্পিক বয়কট করবে তারা।

ইউক্রেনের হুমকি সত্ত্বেও অলিম্পিক স্পোর্টস ফেডারেশনস রাশিয়া ও বেলারুশের অ্যাথলেটদের প্রতিযোগিতায় অংশগ্রহণের অনুমতি প্রদানের আহ্বান জানিয়েছিল। সেই আহ্বানে সাড়া দিয়েছে আইওসি। ফলে এই দুই প্রতিবেশী দেশের অ্যাথলেটদের জন্য প্যারিসের দরজা খুলে গেল।
ফেডারেশনগুলোকে গত মার্চে আইওসি বলেছিল, রাশিয়া ও বেলারুশের অ্যাথলেটদের ব্যক্তিগতভাবে প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া উচিত। তবে তারা ওই দুই দেশের প্রতিনিধিত্ব করতে পারবে না। এছাড়া ইউক্রেন যুদ্ধের প্রতি সমর্থন করেন, এমন অ্যাথলেটদের সুযোগ না দেওয়ার কথাও জানিয়ে দেয় আইওসি।

এর আগে গত বছর চীনের বেইজিংয়ে হয়ে যাওয়া শীতকালীন প্যারালিম্পিকসে অংশ নিতে পারেননি রাশিয়া ও বেলারুশের অ্যাথলেটরা। তবে সেবারও নিরপেক্ষ ক্রীড়াবিদ হিসেবে প্রতিযোগিতায় অংশ নেন দেশ দুটির অ্যাথলেটরা।

তারও আগে ইউক্রেনে হামলার কারণে রাশিয়াকে ফিফা ও উয়েফা থেকে নিষিদ্ধ করা হয়েছিল। এমনকি বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফ থেকেও বাদ দেওয়া হয়েছিল তাদের। অন্যদিকে দেশটির কোনো ক্লাবকে ইউরোপীয় প্রতিযোগিতায় নামতে দেবে না উয়েফা।


সংবাদটি শেয়ার করুন....