
বিনোদন ডেস্ক।।
বলিউড বাদশা শাহরুখ খান। রোমান্টিক হিরো হিসেবে নিজেকে বহুবার প্রমাণ করেছেন। যদিও এ খোলস ছাড়িয়ে ভিন্ন রূপে দেখা দিয়েছেন। ফের রোমান্টিক চরিত্রে হাজির হয়ে নজর কাড়লেন ৫৮ বছর বয়সী শাহরুখ।
শাহরুখ খানের পরবর্তী সিনেমা ‘ডাঙ্কি’। আগামী মাসে সিনেমাটি মুক্তির কথা রয়েছে। এ উপলক্ষে নানা ধরনের প্রচারণা চলছে। তারই অংশ হিসেবে মুক্তি পেয়েছে এ সিনেমার নতুন গান। তাতে রোমান্টিক মুডে হাজির হয়ে আলোচনার জন্ম দিয়েছেন কিং খান।
লুট পুট গায়া’ শিরোনামের এ গানের কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং। এ গানে ফুটে উঠেছে মানু অর্থাৎ তাপসীর প্রতি হার্ডি বা শাহরুখ খানের অনুরাগের চিত্র। পুরো গানে শাহরুখের রোমান্টিক অভিব্যক্তি থেকে চোখ ফেরানো কঠিন। এই উচ্ছ্বাসের কথা কমেন্ট বক্সে প্রকাশ করেছেন নেটিজেনরা।
শ্রী মনসুর লিখেছেন, ‘সৌন্দর্যের কারণে গানটি আমি ৫০০ বার দেখেছি। শাহরুখ খাঁটি সোনা, যাতে কখনো মরিচা ধরবে না। আর এ কথা আমি মৃত্যুর আগ পর্যন্ত বলব।’ রাহুল লিখেছেন, ‘আক্ষরিক অর্থে শাহরুখ খানের জন্ম হয়েছে ইতিহাস সৃষ্টির জন্য।’ আরেকজন লিখেছেন, ‘পুরোনো শাহরুখ ফিরে এসেছেন।’ এমন অসংখ্য মন্তব্য শোভা পাচ্ছে কমেন্ট বক্সে।
রাজকুমার হিরানি নির্মাণ করেছেন ‘ডাঙ্কি’ সিনেমা। প্রথমবার এ সিনেমায় শাহরুখের সঙ্গে কাজ করেছেন এই নির্মাতা। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন— দিয়া মির্জা, বোমান ইরানি প্রমুখ। আগামী ২২ ডিসেম্বর মুক্তি পাবে সিনেমাটি।