ঢাকাশনিবার , ৩০ নভেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ
আজকের সর্বশেষ সবখবর

পাকিস্তানের কাছে হারল ভারত

ক্রীড়া প্রতিবেদক
নভেম্বর ৩০, ২০২৪ ২:৩১ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে পাকিস্তানের কাছে ধরাশায়ী হয়েছে ভারত। আর সেই জয়ে বড় অবদান রেখেছেন পাকিস্তানের ১৯ বছর বয়সী ক্রিকেটার শাহজাইব খান। তিনি একাই ৫ চার ও ১০ ছয়ে পাকিস্তানের ১৪৭ বলে করেছেন ১৫৯ রান।

দুবাইয়ে আজ শনিবার পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের তোলা ২৮১ রান টপকাতে পারেনি ভারত। ৪৭.১ ওভারে ২৩৮ রানে অলআউট হয়েছে ভারত অনূর্ধ্ব-১৯ দল। ৪৩ রানে জেতার পর ম্যাচসেরাও হয়েছেন শাহজাইব খান।

পাকিস্তানের বোলারদের সামনে নিখিল কুমার ছাড়া ভারতের কোনও ব্যাটারই রান পেলেন না। ফলে ৪৪ রানে হারতে হল ভারতকে। প্রথম ম্যাচ জিতে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ শুরু করল পাকিস্তান।

পাকিস্তানের শুরুটা যেমন হয়েছিল ভারত তার ঠিক উল্টো শুরু করে। আইপিএলে দল পাওয়া ১৩ বছরের বৈভবের কাঁধে দায়িত্ব ছিল। কিন্তু বাইরের বলে যে ভাবে ব্যাট লাগিয়ে সে আউট হল তা তার ক্যারিয়ারের শুরুতে খুব একটা ভাল বিজ্ঞাপন নয়। একই অবস্থা আয়ুষ মাত্রে, আন্দ্রে সিদ্ধার্থ ও অধিনায়ক মোহাম্মদ আমানের। শুরুটা করলেও কেউ বড় রান করতে পারেননি।

১৯০ রানে ৯ উইকেট পড়ে যায় ভারতের। তখনও ১০ ওভার খেলা বাকি ছিল। দেখে মনে হচ্ছিল, অনেক তাড়াতাড়ি অল আউট হয়ে যাবে দল। সেখান থেকে দলের সম্মান বাঁচালেন এনান-যুধাজিৎ জুটি। কিন্তু দলকে জেতাতে পারলেন না তাঁরা।


সংবাদটি শেয়ার করুন....