
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করেছে বাংলাদেশ দল। ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে দ্বিতীয় ম্যাচে টস হেরে শুরুতে ব্যাটিং করবে বাংলাদেশ।
বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ একাদশে একটি করে পরিবর্তন এনেছে। তাসকিন আহমেদের জায়গায় একাদশে নেওয়া হয়েছে শরিফুল ইসলামকে। ওয়েস্ট ইন্ডিজ আলজারি জোসেপকে বিশ্রাম দিয়ে মারকুইনো মিন্ডলেকে একাদশে নিয়েছে। উইন্ডিজ অধিনায়ক শেই হোপ জানিয়েছেন, উইকেটে শুরুতে কিছুটা আদ্রতা থাকে। ওই সুবিধা নিতে শুরুতে বোলিং করতে চান তারা।
বাংলাদেশ প্রথম ম্যাচে তিনশ’ ছোঁয়া রান করেও হেরেছে। লোয়ার অর্ডার থেকে চারে ব্যাটিংয়ে উন্নীত হলেও ধীরে ব্যাটিং করেছেন অধিনায়ক মিরাজ। যে কারণে কিছু রান কম করে বাংলাদেশ। ম্যাচ শেষে সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন কিছু রান কম হওয়ায় আক্ষেপ করেন।
বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, তানজিদ তামিম, লিটন দাস, মেহেদী মিরাজ, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ, জাকের আলী, রিশাদ হোসেন, তানজিম সাকিব, শরিফুল ইসলাম, নাহিদ রানা।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ব্রেন্ডন কিং, এভিন লুইস, কেসি কার্টি, শেই হোপ, শেরফান রুদারফোর্ড, জাস্টিন গ্রেভস, রোস্টন চেজ, রোমারিও শেইফার্ড, গুদাকেশ মতি, মারকুইনো মিন্ডলে, জাইডেন সিলস।
 
        
 
                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
								                                                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                 
                                 
                                 
                                