ঢাকাবুধবার , ১১ ডিসেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ
আজকের সর্বশেষ সবখবর

ছন্দে ফিরতেই ইনজুরিতে এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক
ডিসেম্বর ১১, ২০২৪ ১:৩৪ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

রিয়াল মাদ্রিদের জার্সিতে ছন্দে ফিরতে শুরু করেছিলেন কিলিয়ান এমবাপ্পে। শেষ ৪ ম্যাচের তিনটিতে গোল করেছেন তিনি। মঙ্গলবার আটালান্টার বিপক্ষে ম্যাচের ১০ মিনিটে দলকে লিড এনে দেন তিনি। কিন্তু পরেই ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন ফ্রান্সম্যান।

ম্যাচের ৩৬ মিনিটে এমবাপ্পের বদলি করা হয় রদ্রিগো গোয়েসকে। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডও ইনজুরিতে ছিলেন। ম্যাচ শেষে জানা গেছে, ঊরুর মাংসপেশির ইনজুরিতে পড়েছেন এমবাপ্পে। কতদিন মাঠের বাইরে থাকতে হবে তা অবশ্য পরিষ্কার করা হয়নি। তবে শনিবার রাতে রায়ো ভায়োকানোর বিপক্ষে তার খেলার সম্ভাবনা কম।

এমবাপ্পের ইনজুরির বিষয়ে ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি বলেছেন, ‘এমবাপ্পের মাংসপেশিতে টান লেগেছে। ঊরুতে কিছুটা অস্বস্তি আছে। দেখতে হবে, তার বিষয়টি কী। খুব একটা সিরিয়াস ইনজুরি মনে হয়নি। আমি পরিষ্কার জানিও না। তবে সে দৌড়াতে পারছিল না।’

চলতি মৌসুম রিয়াল মাদ্রিদ ইনজুরির ধাক্কায় কিছুটা এলোমেলো। ডিফেন্ডার এদের মিলিতাও ও দানি কারভাহাল বড় ইনজুরিতে পড়েছেন। চলতি মৌসুমে তাদের খেলার সম্ভাবনা একেবারেই কম। ওদিকে আটালান্টা ম্যাচ দিয়ে ইনজুরি কাটিয়ে ফিরেছেন ভিনিসিয়াস। তিনিও অবশ্য গোল পেয়েছেন। কিন্তু এমবাপ্পে নতুন করে ছিটকে গেছেন।


সংবাদটি শেয়ার করুন....