ঢাকারবিবার , ২৬ নভেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ

কনসার্টের মঞ্চে কেন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলেন অরিজিৎ

নিজস্ব প্রতিবেদন
নভেম্বর ২৬, ২০২৩ ২:০৬ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

দি স্টার নিউজ, বিনোদন ডেস্ক।।  ভারতের সংগীতজগতের তুমুল জনপ্রিয় শিল্পী অরিজিৎ সিং। বলিউডের প্রথম সারির গায়কদের অন্যতম তিনি।

পাশাপাশি দেশে-বিদেশে কনসার্ট করে থাকেন।

সম্প্রতি নেপালে গিয়েছেন অরিজিৎ। কাঠমান্ডু শহরের একটি কনসার্টে অংশ নিতে হিমালয়ের দেশটিতে গিয়েছেন তিনি। তবে অনুষ্ঠানস্থলে ধরা পড়ল তার অস্বস্তি। খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে দেখা গেল এই সংগীতশিল্পীকে। খবর আনন্দবাজার পত্রিকার।

এ সংক্রান্ত একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, মঞ্চে উঠে সাউন্ড চেক করছিলেন অরিজিৎ। ছাই রঙা প্যান্ট ও সবুজ হুডি পরে গলায় গিটার নিয়ে মঞ্চের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাচ্ছিলেন। সে সময় খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলেন তিনি। তার হাঁটতে যে কষ্ট হচ্ছিল, তা ভালোই বোঝা যাচ্ছিল সেই ভিডিওতে। কী কারণে খোঁড়াচ্ছিলেন তিনি, সেটি এখন পর্যন্ত অজানা।

সম্প্রতি জোয়া আখতার পরিচালিত ‘দ্য আর্চিজ’ সিরিজে অরিজিতের গান ‘ইন রাহোঁ মেঁ’ মুক্তি পেয়েছে। এ ছাড়া শাহরুখ খান অভিনীত ‘ডাঙ্কি’ ছবিতে অরিজিতের ‘লুট পুট গয়া’ গানটি রীতিমতো সাড়া ফেলে দিয়েছে।


সংবাদটি শেয়ার করুন....