ঢাকারবিবার , ১৫ ডিসেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ

এমন বুবলীকে দেখে আপনিও চমকে যাবেন

বিনোদন ডেস্ক
ডিসেম্বর ১৫, ২০২৪ ৩:৫৪ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

শবনম ইয়াসমিন বুবলী হচ্ছেন একজন বাংলাদেশি অভিনেত্রী। ২০১৬ সালে বসগিরি ছবিতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে তার আত্মপ্রকাশ ঘটে।

নোয়াখালী জেলার সোনাইমুড়িতে জন্মগ্রহণ করা বুবলী সরকারি তিতুমীর কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক পাস করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমবিএ পড়ছেন।

পেশাগত জীবনের শুরুতে উড়োজাহাজের কেবিন ক্রু ছিলেন বুবলী। এরপর সংবাদপাঠিকার ভূমিকায়ও তাকে দেখা যায়।

অবশেষে থিতু হয়েছেন চলচ্চিত্রে। ইতোমধ্যে অভিনয়ে পার করেছেন আট বছর। এই সময়ে দুই ডজনের মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন।

অতীতে কোনো ছবিতে তাকে নেতিবাচক চরিত্রে দেখা যায়নি। এবার নেতিবাচক চরিত্রে পর্দায় আসছেন বুবলী। ছবির নাম ‘পিনিক’,।

ছবির পরিচালক জাহিদ জুয়েল। আর প্রযোজক শিমুল খান। রোববার প্রযোজক জানান, এমন বুবলীকে এর আগে কেউ দেখেনি। একেবারে নতুন, অন্য রকম একজন। পর্দায় তাকে দেখার পর যে কেউ চমকে যাবেন। এমনিতে আমাদের এই ছবির একটি চরিত্র ছাড়া সব কটিই নেগেটিভ। প্রতিশোধ ও পাল্টা প্রতিশোধের গল্প।

কক্সবাজার ও রামুতে গত নভেম্বরে ‘পিনিক’ ছবির শুটিং হয়। ২২ ডিসেম্বর শুটিং শেষ হওয়ার কথা। গানের শুটিং দেশের বাইরে করার পরিকল্পনা রয়েছে পরিচালকের। আগামী বছরের ঈদুল ফিতরে ছবিটি মুক্তির পরিকল্পনা।


সংবাদটি শেয়ার করুন....